মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭

‘ডের স্পিগেল ’-এর প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কার্টুন নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

‘ঘাতক’ ট্রাম্পের এক হাতে রক্তমাখা ছুরি, অন্য হাতে ‘স্ট্যাচু অফ লিবার্টি’র কাটামুন্ডু

 বার্তা সংস্থা

এক হাতে রক্তমাখা ছুরি, অন্য হাতে স্ট্যাচু অফ লিবার্টির কাটামুন্ডু, যা থেকে টপটপ করে ঝরছে রক্ত৷ নীচে লেখা ‘আমেরিকা ফার্স্ট’৷

জার্মানির জনপ্রিয় সাপ্তাহিক ম্যাগাজিন ‘ডের স্পিগেল ’-এর প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কার্টুন নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া৷ জার্মান চ্যান্সেলার আঙ্গেলা মার্কেল শরণার্থীদের জন্য যে ‘উন্মুক্ত দ্বার নীতি ’ নিয়েছিলেন , তার চড়ান্ত সমালোচনা করেছিলেন ট্রাম্প৷ কিন্ত্ত সে কারণে ট্রাম্পকে এমন ঘাতক হিসেবে তুলে ধরা মানতে পারছেন না অনেকেই৷ আর তাই জার্মানিতেই উঠেছে সমালোচনার ঝড়৷


‘ডের স্পিগেল ’-এর প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কার্টুন
ইউরোপীয় পার্লামেন্টের জার্মান ভাইস -প্রেসিডেন্ট এই কার্টুনকে ‘নিম্নরুচি ’র পরিচায়ক বলে মনে করেন৷ এ দিকে যে শিল্পী এই ম্যাগাজিনের কভার পেজ ডিজাইন করেছেন, সেই এডেল রডরিগুয়েজের জন্ম কিউবায়৷ ১৯৮০ সালে রাজনৈতিক শরণার্থী হিসেবে আমেরিকায় আসেন তিনি৷ তাঁর কথায়, ‘এটা গণতন্ত্র, পবিত্র প্রতীকের মুণ্ডচ্ছেদ৷’ 

ম্যাগাজিনের সম্পাদকের কথায়, ‘ডের স্পিগেল কাউকে উস্কানি দিতে চায় না৷ আমরা শুধু বোঝাতে চেয়েছিলাম, এটা গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্রের, বিচারবিভাগের স্বাধীনতার প্রশ্ন৷ এই সবগুলোই এখন বিলুন্তপ্রায়৷ আমরা গণতন্ত্রের পক্ষে রয়েছি৷’ কিন্তু জার্মানিরই একাধিক সংবাদপত্র এই কার্টুনের বিরুদ্ধে সরব হয়েছে৷ জার্মান ট্যাবলয়েড ‘বিল্ড’ মনে করে, এই কার্টুনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে আদতে আইএস ঘাতক জিহাদি জনের সঙ্গে তুলনা করা হয়েছে৷ সেই সঙ্গেই তারা জানিয়েছে, এর আগেও ‘ডের স্পিগেল’-এর আমেরিকার বিরোধী মানসিকতা প্রকাশিত হয়েছে৷ সংবাদপত্র ‘ডাই ওয়েল্ট’-এর মতে, এ ধরনের প্রচ্ছদ সাংবাদিকতারই ক্ষতি করে৷ এমনিতেই লোকের ধারণা, মূলধারার সংবাদমাধ্যম পক্ষপাতমূলক রিপোর্টিং করে৷ এ ধরনের প্রচ্ছদ সেই ধারণাকে আরও বদ্ধমূল করে দেয়৷ হোয়াইট হাউস অবশ্য আগেই অভিযোগ করেছে, একাধিক ‘উদারমনস্ক সংবাদমাধ্যম’ ট্রাম্পের কৃতিত্বকে খাটো করতে ভুলভাল রির্পোটিং করছে৷ এ দিন বার্লিনের আমেরিকা দূতাবাসের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন