সোমবার, ৬ মার্চ, ২০১৭

হিন্দু-অতীত নির্মাণ জরুরি, তাই ভারতের ইতিহাসে হামলা

অধিকাংশ ভারতবাসীর ইতিহাসপাঠ স্কুলেই সীমাবদ্ধ, তাদের অতীতবোধে পাঠ্যবইয়ের ভূমিকা অপরিসীম৷ তাই পাঠ্যপুস্তকের রাজনীতিকরণ৷ আকবর নন, হলদিঘাটির যুদ্ধে জয়ী রানা প্রতাপ, এমন তথ্য পাঠ্যবইতে রাখার দাবি ভারতের রাজস্থানের দুই মন্ত্রীর

কণাদ সিংহ

রবীন্দ্রনাথেরতাসের দেশ’-এর সেই চমকপ্রদ জায়গাটা মনে আছে--- যখন কৃষ্টিগর্বান্বিত তাসবংশীয়রা তাদের বংশগৌরবের উত্স নির্দেশ করেছিল সৃষ্টিকর্তা ব্রহ্মার হাইতে, আর তার প্রত্যুত্তরে ভিনদেশি সওদাগর রাজপুত্র তাত্ক্ষণিকভাবে রচনা করেছিল সৃষ্টিকর্তার হাঁচি থেকে নিজেদের উৎপত্তিকাহিনি ?কোনও একটি মানবগোষ্ঠীর নিজেদের অতীত গৌরব সম্পর্কে কাহিনি নির্মাণ এবং সেই কাহিনি পরম্পরাগত ভাবে বিশ্বাস এমনকী ঐতিহ্যে পরিণত হওয়া কিন্ত্ত নিছক কবিকল্পনা নয়৷ বরং বিভিন্ন সম্প্রদায়-জনগোষ্ঠী-জাতীয়তাবাদ-রাজনৈতিক মতবাদ অতীতকে বারংবার দেখতে চেয়েছে নিজস্ব কল্পনার আলোতে, আর সেখানেই এই বিবিধ অতীতকল্পনার সঙ্গে ঐতিহাসিক উপাদানের সূত্র ধরে তথ্যানুগ অতীত-অনুসন্ধান বা ইতিহাসচর্চার প্রভেদ৷
ইতিহাস বলতে প্রচলিত ধারণায় যদিও অতীত সম্পর্কে সংগৃহীত কিছু তথ্যসমষ্টির কথা মনে আসে, প্রকৃত অর্থে ইতিহাসচর্চার ধারা এই উনিশ শতকীয় ধারণা থেকে এখন বহুলাংশে ভিন্ন৷ ইতিহাস অতীত বর্তমান ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গিতে অতীত সময়ের ফেলে আসা উপাদানের ভিত্তিতে অতীতে একটি তথ্যানুগ পুনর্নির্মাণ ব্যাখ্যা৷ তাই ইতিহাসের সঙ্গে অতীত যতটা সংশ্লিষ্ট বর্তমানও ততটাই৷ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাম্প্রদায়িক জনগোষ্ঠী তার বর্তমান সম্বন্ধে যে ধারণা পোষণ করে ইতিহাসে তাই খুঁজতে চায় সেই বর্তমানের উপযুক্ত অতীত, যে অতীতকল্পনা ঐতিহাসিক উপাদানের তথ্যের সঙ্গে নাও মিলতে পারে৷ এই প্রশ্ন নিয়ে হঠাত্ বিচলিত হওয়ার কারণ সাম্প্রতিক কিছু ঘটনা : রাজস্থান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ স্টাডিজ সম্প্রতি একটি চাঞ্চল্যকর দাবিকে বিবেচ্য বলে গ্রহণ করেছে--- দুই প্রভাবশালী মন্ত্রীর দ্বারা সমর্থিত সেই দাবি ইতিহাসের পাঠ্যপুস্তকে মুঘল সম্রাট আকবরের বদলে মেবারের রাণা প্রতাপ সিংহকে হলদিঘাটির যুদ্ধে বিজয়ী বলে ঘোষণা করতে চায়; ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিকাল রিসার্চ (আইসিএইচআর)-এর হিন্দি গবেষণাপত্রিকাইতিহাস’- প্রকাশিত একটি প্রবন্ধে ঠাকুরপ্রসাদ বর্মা নামক বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন অধ্যাপক দাবি তুলেছেন মোহেঞ্জোদারো থেকে প্রান্ত সুপরিচিত নর্তকীমূর্তিটি আসলে দেবী পার্বতীর মূর্তি; শ্রী রাজপুত কর্ণী সেনা নামক একটি দল সঞ্জয় লীলা বনশালি পরিচালিতপদ্মাবতীছবির শুটিং চলাকালীন জয়পুরে তাণ্ডব চালিয়েছে ঐতিহাসিক তথ্যবিকৃতির অভিযোগ এনে৷

শুধু যে আকবরের অন্তরঙ্গ ঐতিহাসিক আবুল ফজলআকবরনামা আকবরকে জয়ী ঘোষণা করেছেন এমন নয়, আবুল ফজলের কট্টর বিরোধী আব্দুল কাদির বদায়ুনীরমুন্তাখাব-উৎ-তাওয়ারিখ’-এও একই ফলাফল পাওয়া যায়৷

যদিও আমাদের দেশের অদ্ভুত শিক্ষাব্যবস্থায় স্কুলপর্যায়ের পাঠপ্রণালীর সঙ্গে মূলস্রোতের ইতিহাসচর্চার যোগাযোগ যত্সামান্য, তবুও কথা স্মর্তব্য যে অধিকাংশ শিক্ষিত ভারতবাসীর সক্রিয় ইতিহাসপাঠের অভিজ্ঞতা কিন্ত্ত স্কুলের পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ৷ তাই ভারতের শিক্ষিত জনসমাজের অতীতচিন্তার গতিনির্দেশে স্কুলের পাঠ্যপুস্তকের ভূমিকা অপরিসীম৷ কথা মাথায় রেখেই রোমিলা থাপার, রামশরণ শর্মা, সতীশ চন্দ্র, বিপান চন্দ্রের মতো বিশ্ববিশ্রীত ঐতিহাসিকরাও ব্রতী হয়েছিলেন স্কুলপর্যায়ের পাঠ্যপুস্তক লেখায়৷ রাজনৈতিক দলগুলিও স্কুলপাঠ্য ইতিহাসের প্রভাবের ব্যান্তি সম্পর্কে পূর্ণমাত্রায় ওয়াকিবহাল৷ তাই, প্রতিটি সরকার-পরিবর্তনের প্রথম প্রকোপ পড়ে ইতিহাসের পাঠ্যপুস্তকের উপর৷ কংগ্রেস-ঘনিষ্ঠ ঐতিহাসিকদের লেখা পাঠ্যপুস্তকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস হয়ে ওঠে কংগ্রেসের একমাত্রিক গৌরবগাথা৷ বামশাসিত পশ্চিমবঙ্গের পাঠ্যবইয়ে ফরাসি বিপ্লবের অবদানের সঙ্গে সন্ত্রাসের রাজত্বের উল্লেখ থাকলেও বলশেভিক বিপ্লবের জয়গাথায় বাদ পড়ে যায় শ্রেণিশত্রু-হত্যার রক্তাক্ত আখ্যান ; হিটলারের নাত্সি সন্ত্রাসের ইতিহাস পড়ানো হলেও বাদ পড়ে যায় স্তালিনশাসিত রাশিয়ায় সন্ত্রাসের কথা৷ আবার তৃণমূল-সরকারের আমলে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয় সিঙ্গুর জমি আন্দোলন৷ স্কুলপাঠ্য ইতিহাসে স্থান পায় না নকশাল আন্দোলন, কাশ্মীর সমস্যা, ব্রাত্য থাকে উত্তরপূর্ব ভারতের ইতিহাস৷
স্কুলপাঠ্য ইতিহাসের রাজনৈতিক গুরুত্বের কারণেই ভিন্ন-মতাবলম্বী ঐতিহাসিকদের বার বার ভোগ করতে হয়েছে সরকারি বিরাগের প্রকোপ৷ জনসংঘ-সমর্থিত জনতা সরকারের আমলে তাঁদের রচিত পাঠ্যবইতে বৈদিক যুগে গোমাংস-ভক্ষণের উল্লেখ রাখায় সরকারের রোষভাজন হয়েছেন রোমিলা থাপার রামশরণ শর্মা৷ তত্কালীন শিক্ষামন্ত্রী মুরলীমনোহর জোশী তাঁদেরবৌদ্ধিক সন্ত্রাসবাদীআখ্যা দিয়ে দাবি তুলেছেন পাঠ্যপুস্তক বদলের৷ একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে এই লেখক ব্যান্তি শূরকে রোমিলা থাপার জানিয়েছেন তার পর কী ভাবে বদলে গেল সরকার আর রয়ে গেল বইগুলি৷বিপ্লবী সন্ত্রাসবাদশব্দটির ব্যবহারের জন্য সাময়িক ভাবে নিষিদ্ধ হয়েছে বিপান চন্দ্রের বই৷ এই প্রাবন্ধিকের লেখা স্কুলপাঠ্য বই থেকেও বিনা অনুমতিতে বাদ দেওয়া হয়েছেচরমপন্থীবিপ্লবী সন্ত্রাসবাদীশব্দগুলি৷ সম্প্রতি কুমকুম রায়, জয়া মেনন, উমা চক্রবর্তী কুণাল চক্রবর্তীর লেখা প্রাচীন ভারতের সামাজিক ইতিহাসের বইতে বেদের উল্লেখ না থাকার ভিত্তিহীন অভিযোগে তৈরি হয়েছে বিতর্ক৷
স্কুলপাঠ্য ইতিহাসের রাজনীতিকরণ কোনও অভূতপূর্ব ঘটনা নয়৷ কিন্ত্ত, হলদিঘাটির যুদ্ধে আকবরের পরিবর্তে রাণা প্রতাপকে বিজয়ী ঘোষণা করার দাবি এই রাজনীতিকরণে এক নতুন মাত্রা যোগ করেছে--- সমকালীন ঐতিহাসিক তথ্যসূত্রকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এক জনপ্রিয় অতীতকল্পনাকে স্বীকৃতিদানের জন্য পাঠ্যপুস্তকে মিথ্যা তথ্য পরিবেশন, যা ক্রমশ ওই মিথ্যাকে জনমানসে সত্য হিসাবে প্রতিষ্ঠা দিতে সক্ষম৷ হলদিঘাটির যুদ্ধে আকবরের কাছে প্রতাপের পরাজয় একটি প্রতিষ্ঠিত ঐতিহাসিক সত্য যা সমস্ত সমসাময়িক তথ্যসূত্র দ্বারা সমর্থিত৷ শুধু যে আকবরের অন্তরঙ্গ ঐতিহাসিক আবুল ফজলআকবরনমা আকবরকে জয়ী ঘোষণা করেছেন এমন নয়, আবুল ফজলের কট্টর বিরোধী আব্দুল কাদির বদায়ুনীরমুন্তাখাব-উত্-তাওয়ারিখ’-এও একই ফলাফল পাওয়া যায়৷ মনে রাখা উচিত, রাণা প্রতাপের অনমনীয় লড়াইয়ের ইতিহাসও কিন্ত্ত রচিত এই সূত্রগুলির ভিত্তিতেই৷ কথাও প্রতিষ্ঠিত যে হলদিঘাটির যুদ্ধ কোনও হিন্দু-মুসলমান সংঘাত নয়৷ সমস্ত ঐতিহাসিক সূত্রের বিরুদ্ধে গিয়ে স্কুলের পাঠ্যপুস্তকে একটি আঞ্চলিক সাম্প্রদায়িক অতীত-কল্পনার অন্তর্ভুক্তির পরিণতি হতে পারে মারাত্মক৷
শিক্ষাব্যবস্থার বিশ্বাসযোগ্যতার উপর এই মারাত্মক আক্রমণ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়৷ বর্তমানে ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকারের মেয়াদে যে হিন্দুত্ববাদী সংস্কৃতির ভয়াবহ ব্যান্তি পরিলক্ষিত হচ্ছে তার সমতুল্য শিক্ষাবিরোধী ইতিহাসবোধহীন সরকার-সমর্থিত নীতি স্বাধীন ভারতে নজিরবিহীন৷ হিন্দুত্বের দাবির সঙ্গে পছন্দসই অতীত নির্মাণের প্রয়োজন অঙ্গাঙ্গীভাবে জড়িত বলেই ইতিহাসের উপর আক্রমণ আরও সামগ্রিক৷ এই আক্রমণের সূচনা আইসিএইচআর-এর মতো গুরুত্বপূর্ণ সংস্থার পরিচালন সমিতিতে বহু অপ্রশিক্ষিত ইতিহাসচর্চাকারীর অন্তর্ভুক্তি৷
ওয়াই এস রাও, যাঁর যোগ্যতা বিষয়ে প্রশ্ন ওঠার যথেষ্ট অবকাশ রয়েছে, আইসিএইচ আর-এর চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর প্রকাশিতইতিহাস’-এর প্রথম সংখ্যাতেই ঠাকুরপ্রসাদ বর্মার বিতর্কিত প্রবন্ধ এই আক্রমণেরই আর একটি উদাহরণ৷
হরপ্পা সভ্যতা বৈদিক সভ্যতার সমীকরণ এবং হরপ্পা সভ্যতার মধ্যেহিন্দুধর্ম’-এর নিদর্শন অনুসন্ধান হিন্দুত্ববাদের এক বহুদিনব্যাপী প্রয়াস, কারণ বেদ হিন্দুত্বকে ভারতীয় সভ্যতার প্রাচীনতম ভিত্তিভূমি হিসাবে প্রতিষ্ঠার জন্য এই সমীকরণ অপরিহার্য৷ কিন্ত্ত, আশ্চর্যের বিষয় হল বর্মার প্রবন্ধের তথ্যগত পদ্ধতিগত দৈন্য৷ পৃথিবীর প্রায় সমস্ত প্রাগৈতিহাসিক সভ্যতাতেই নারী জমির উর্বরতার প্রতীকস্বরূপা দেবীর পূজা প্রচলিত ছিল৷ হরপ্পা সভ্যতাও ব্যতিক্রম নয়৷ কিন্ত্ত, হরপ্পায় প্রান্ত মাতৃদেবীর সেইসব মূর্তির সঙ্গে মহেঞ্জোদারোর নর্তকী মূর্তির সাদৃশ্য নেই৷ পার্বতী নামের যে পৌরাণিক দেবীর সঙ্গে আমরা পরিচিত তাঁর প্রথম উল্লেখযোগ্য অস্তিত্ব মেলে কালিদাসেরকুমারসম্ভবকাব্যে পরবর্তীকালে রচিত শৈব পুরাণগুলিতে৷ হরপ্পা সভ্যতায় পার্বতীকে স্থাপনের দাবি হাস্যকর, ততোধিক হাস্যকর বর্মার যুক্তি--- শিব থাকলে শক্তি থাকবেনই৷ হরপ্পা সভ্যতার একটি সিলমোহরে প্রান্ত প্রতিকৃতিকে জন মার্শালশিবের প্রাগ্রূপবলে চিহ্নিত করেছিলেন (যদিও এই চিহ্নিতকরণ নিয়ে প্রশ্নের অবকাশ আছে ) হরপ্পায় লিঙ্গপূজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়, যেমন পাওয়া যায় ঋগ্বেদের ঋষির লিঙ্গ-উপাসক প্রতিপক্ষদেরশিশ্নদেববলে বক্রোক্তি৷ হয়তো লিঙ্গরূপে অর্চিত হরপ্পা সভ্যতার কোনও প্রাগ্বৈদিক দেবতা বৈদিক রুদ্রের সংমিশ্রণে পরবর্তীকালে শিবের সৃষ্টি৷ তাই হরপ্পা সভ্যতায় শিবের অস্তিত্ব নিয়েই প্রশ্নের অবকাশ রয়েছে, আর সেই অবস্থায়শিব থাকলেই শক্তি থাকবেএই যুক্তিতে নর্তকীমূর্তিকে পার্বতীর নামপ্রদান হাস্যকর৷ কিন্ত্ত এই মানের ইতিহাসবোধহীন প্রবন্ধ দেশের অন্যতম ইতিহাসচর্চা-প্রতিষ্ঠানের পত্রিকায় প্রকাশিত হওয়া সেই ভয়ঙ্কর প্রবণতারই লক্ষণ যেখানে অতীত-কল্পনা আর তথ্যানুগ ইতিহাস-গবেষণার ভেদরেখা মুছে যায়৷ এই প্রবণতারই ফল ইতিহাস-বিকৃতির অভিযোগেপদ্মাবতী’- শুটিংয়ে তাণ্ডব৷ কারণ, আলাউদ্দিন খলজির চিতোর আক্রমণ রাণী পদ্মিনী বা পদ্মাবতীর আগুনে আত্মবিসর্জনের জনপ্রিয় লোককথা কোনও সমসাময়িক ঐতিহাসিক সূত্রে সমর্থিত নয়, পরবর্তীকালের সুফি কবি মালিক মহম্মদ জৈসীর সৃষ্ট এক কাহিনি৷ যে ঘটনাই ঐতিহাসিক নয় সেখানে ইতিহাস-বিকৃতির দাবি প্রমাণ দেয় ইতিহাসচেতনার সেই অবক্ষয়ের যেখানে তথ্যনিষ্ঠ ইতিহাস আর জনপ্রিয় অতীতকল্পনার পার্থক্য সম্পর্কে সচেতনতা লুন্ত হয়ে যায়৷
ক্ষমতাসীন শক্তির অতীত-কল্পনাকে ইতিহাসের প্রতিষ্ঠা দেওয়ার উদাহরণ অসংখ্য৷ বর্তমানের সাথে অতীতের যোগ অচ্ছেদ্য৷ তাই বিভিন্ন আঞ্চলিক, সাম্প্রদায়িক, রাজনৈতিক অতীত-কল্পনার অস্তিত্ব অবশ্যম্ভাবী৷ কল্পনার এই পরিসর থেকে বেরিয়ে ঐতিহাসিক উপাদানের ভিত্তিতে অতীত পুনর্নির্মাণের কাজ তাই প্রশিক্ষিত ঐতিহাসিকের৷ বিষয়ে প্রণিধানযোগ্য যে ঐতিহাসিক সত্য কোনও ধ্রুব সত্য নয়৷ নতুন উপাদানের আলোয় তা পরিবর্তনসাপেক্ষ৷ নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিভিন্ন ঐতিহাসিক একই উপাদানের বহুবিধ ব্যাখ্যা করে থাকেন৷ এই বহুমাত্রিকতা ইতিহাসচর্চার প্রাণ৷ কিন্ত্ত প্রতিটি ব্যাখ্যাই নির্দিষ্ট পদ্ধতিতে ঐতিহাসিক তথ্যসূত্র দ্বারা সমর্থিত হওয়া প্রয়োজন, যা নির্ধারণের জন্য প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ৷ তা না হলে রাজনৈতিক প্রয়োজন বা আঞ্চলিক /সাম্প্রদায়িক বিশ্বাসের কারণেই যে কোনও অতীত-ভাবনা ইতিহাস হয়ে ওঠে না৷ সে রকম তথ্যকে ঐতিহাসিক তথ্যরূপে প্রতিষ্ঠা করা এক ভয়াবহ রাজনৈতিক প্রবণতার পরিচায়ক, যা মানুষকে তার প্রকৃত ঐতিহাসিক অতীতের বদলে বিশ্বাস করায় এক কল্পিত নির্মিত অতীতে৷ আর এই সত্তা নির্মাণের কূটকৌশলে প্রধান অস্ত্র হয়ে ওঠে স্কুলপাঠ্য ইতিহাস৷
যে কোনও দেশ বা জাতির বর্তমান সম্পৃক্ত তার অতীতে৷ তাই আত্মসত্তার উপলব্ধির জন্য প্রয়োজন প্রকৃত ইতিহাস সম্পর্কে ধারণা, যে ধারণা অধিকাংশ ক্ষেত্রেই গড়ে তোলে স্কুলপর্যায়ের পাঠ্যবই৷ ইতিহাসকে, বিশেষত ইতিহাসের পাঠ্যপুস্তককে, রাজনৈতিক বা সাম্প্রদায়িক মেরুকরণের অস্ত্র না হয়ে উঠতে দেওয়ার লড়াই তাই অতি প্রয়োজনীয়৷ যে লড়াই শুধু পেশাদার ঐতিহাসিকের নয়, গোটা সমাজের৷

কণাদ সিংহ: পশ্চিবঙ্গের উদয়নারায়ণপুর মাধবীলতা কলেজে ইতিহাসের অধ্যাপক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন