সাবধান! কাগজের ঠোঙায় বিষ, ক্যান্সার থাবা বসাতে পারে
খবরের কাগজের ঠোঙাতেই বিপদ সঙ্কেত
❯❯ নিউজপ্রিন্টে থাকে ক্ষতিকারক রাসায়নিক ডাই-আইসোবিউটাইল থ্যালেট এবং ডাই-এন-বিউটাইল থ্যালেট ❯❯
খবরের কাগজের কালিতে থাকে বেঞ্জিডিন, বেঞ্জাফেনোনস, অ্যানিলিন, এন-ন্যাপথাইল্যামিন, ২-ন্যাপথাইল্যামিন, খনিজ তেল এবং সিসার মতো ভারী ধাতু যা
ক্যান্সারের জন্ম দিতে সক্ষম৷❯❯ কালির সঙ্গে মেশানো ফোটো-ইনিশিয়েটর রাসায়নিকও ব্যাপক ক্ষতিকারকখবরের কাগজের ঠোঙাতেই বিপদ সঙ্কেত
এই সময়, কলকাতা
নিছক ঠোঙা৷ সকলের দৈনন্দিন জীবনেরই অঙ্গ৷ পুরোনো খবরের কাগজের তৈরি আপাত-নিরীহ সেই ঠোঙাতেই এখন বিষের হদিস দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা৷ আশঙ্কা, চপ-মুড়ি-সিঙাড়া থেকে শুরু করে শুকনো মিষ্টি অথবা রুটির মতো আরও পাঁচটা খাদ্যদ্রব্যের চিরাচরিত মোড়ক হিসেবে ব্যবহূত হয়ে আসা সেই ঠোঙার হাত ধরেই ক্যান্সার থাবা বসাতে পারে শরীরে৷
খবরের কাগজে ব্যবহূত কালির ক্ষতিকারক দিক তুলে ধরার পাশাপাশি সংক্রমণ ছড়ানোর হুঁশিয়ারি-সম্বলিত গুচ্ছ পরামর্শ দিয়ে রীতিমতো ‘অ্যাডভাইজারি’ জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ওই নিয়ামক সংস্থা৷ এমনকি, খবরের কাগজের ঠোঙা ব্যবহার বন্ধ করতে ভারতের সব রাজ্যের খাদ্যসুরক্ষা কমিশনারকে আশু পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে তাদের তরফে৷ বলা হয়েছে, অবিলম্বে ঠোঙা ব্যবহারের কুপ্রভাব নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে এবং যথাসম্ভব ঠোঙার ব্যবহার কমানোর উদ্দেশ্যে পদক্ষেপ করতে৷ ফলে জোর ধাক্কা খেতে চলেছে সাধারণ মানুষ৷ কেননা, খাবার থেকে শুরু করে শুকনো মশলা-সহ খাদ্যদ্রব্যের নানা উপকরণের মাধ্যমে দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে খবরের কাগজের ঠোঙা৷
খবরের কাগজের কালির মধ্যে থাকা রং, রঞ্জক পদার্থ যেমন ক্ষতিকর, তেমনই কালির মধ্যে থাকা নানা রকম বাইন্ডার্স, অ্যাডিটিভস ও প্রিজার্ভেটিভস৷ কারণ, এ সবেরই মধ্যে থাকে ক্যান্সারের জন্ম দিতে সক্ষম ভারী ধাতু, খনিজ তেল এবং থ্যালেট জাতীয় চরম ক্ষতিকারক রাসায়নিক৷
ভারতের কেন্দ্রীয় সংস্থার অবশ্য বক্তব্য, খবরের কাগজের ঠোঙায় খাবার পরিবেশন খাদ্যসুরক্ষার বিচারে ঘোর বিপজ্জনক৷ এমনকি, সেই ঠোঙায় আনা কাঁচা খাবার স্বাস্থ্যবিধি মেনে রান্না করে ফেলার পরও ঝুঁকি কমে না৷ শুধু তা-ই নয়, ঠোঙার বিপদের বহর বোঝাতে বলা হয়েছে, খবরের কাগজ রাসায়নিক ভাবে ‘রিসাইকেল’ করে তা দিয়ে প্রস্তুত কাগজ ও কার্ডবোর্ডের উপাদানেও রয়ে যায় বিপদ৷ কেননা, খবরের কাগজের কালির মধ্যে থাকা নানা রাসায়নিকের হরেক নেতিবাচক প্রভাব রয়েছে৷ এর মধ্যে থাকা রং, রঞ্জক পদার্থ যেমন ক্ষতিকর, তেমনই কালির মধ্যে থাকা নানা রকম বাইন্ডার্স, অ্যাডিটিভস ও প্রিজার্ভেটিভস৷ কারণ, এ সবেরই মধ্যে থাকে ক্যান্সারের জন্ম দিতে সক্ষম ভারী ধাতু, খনিজ তেল এবং থ্যালেট জাতীয় চরম ক্ষতিকারক রাসায়নিক৷
এফএসএসএআই-এর আরও সতর্কবার্তা, খবরের কাগজের ঠোঙার মাধ্যমে সাধারণ সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও রয়েছে ষোলো আনা৷ কালি থেকে বদহজমের পাশাপাশি খাদ্যনালীর নানা অসুখও হতে পারে৷ শরীরের নানা অঙ্গে ওই সব রাসায়নিকের বিষক্রিয়াও বিজ্ঞানে প্রমাণিত৷ এবং এমন ঠোঙা ব্যবহারকারীদের মধ্যে শিশু-কিশোর-বয়স্কদের পাশাপাশি সবচেয়ে বেশি ঝুঁকি তাঁদেরই যাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় কম৷ এঁদের যে কারও যে ক্যান্সারও হতে পারে, তা-ও দ্বিধাহীন ভাষায় জানিয়েছে এফএসএসএআই৷ তারা সতর্ক করে দিয়েছে, শুধু ঠোঙা হিসেবে ব্যবহার নয়, খাবার মুড়ো রাখা কিংবা ভাজা খাবারের তেল শুষে নেওয়ার জন্যও যে ভাবে পুরোনো খবরের কাগজের দেদার ব্যবহার হয় দেশে, তা-ও অত্যন্ত বিপজ্জনক৷ ঠোঙা ব্যবহার কমানোর পক্ষে সওয়াল করলেও চিকিৎসকরা অবশ্য মনে করছেন, অবিলম্বে স্বাস্থ্যের উপর নিউজপ্রিন্ট ও তার কালির প্রভাব নিয়ে গবেষণা প্রয়োজন৷
পশ্চিবঙ্গের ক্যান্সার শল্য চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় বলেন, ‘সাধারণত রঙের মধ্যে যে সব উপাদান থাকে, সেগুলি থেকে মূত্রথলি ও ফুসফুসের ক্যান্সার এবং ত্বকের নানা অসুখের আশঙ্কা রয়েছে৷ তবে সত্যিই সে ভয় কতটা এবং কোন কালি থেকে কী আশঙ্কা রয়েছে, নির্দিষ্ট ভাবে তার কোনও প্রামাণ্য নথি এখনও অধরা৷ এ নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে৷’
মূত্ররোগ বিশেষজ্ঞ অনুপ কুণ্ডু জানান, কালির মধ্যে থাকা বিভিন্ন ‘কার্সিনোজেনিক’ যৌগ শরীর থেকে ছেঁকে বের করে দেয় কিডনি৷ কিন্তু দীর্ঘক্ষণ সেই সব যৌগ মূত্রথলির সংস্পর্শে থাকায় সেখানে ক্যান্সার হওয়া বিচিত্র নয়৷ ‘কিন্তু নিউজপ্রিন্টের কালির জেরে সত্যিই কতজন ক্যান্সার আক্রান্ত হলেন, তার জন্য সমীক্ষা জরুরি,’ মন্তব্য অনুপের৷
ক্যান্সার বিশেষজ্ঞ শিবাশিস ভট্টাচার্য কিংবা বিভাস বিশ্বাস আবার মনে করেন, আর্থ-সামাজিক কারণেই উন্নত দেশের মতো অনুমোদিত প্যাকিং পেপারের বদলে এ দেশে ঠোঙারই চল যুগযুগান্ত ধরে৷ তাই ঠোঙার ব্যবহার ঠেকাতে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন অপরিহার্য৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন