মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

সর্বজয়া জয়রাম জয়ললিতাএক নিঃসঙ্গ নারী

জয়রাম জয়ললিতা (১৯৪৮-২০১৬)

যার হাত ধরে রাজনীতির পথ পাড়ি দেন, তাঁর মৃত্যুশয্যায় জুটেছে চরম লাঞ্ছনা৷ শেষযাত্রাতেও বড়ই নিঃসঙ্গ বন্ধু-পরিজনহীন জয়ললিতা৷অনন্ত রহস্যের আড়ালে জয়ললিতা জয়ারাম আসলে এক নিঃসঙ্গ নারী৷

এই সময়, কলকাতা

ক্রিকেট মাঠে দূরবীন নিয়ে যেত মেয়েটা৷ মনসুর আলি খান পতৌদিকে দূর থেকে দেখতে৷ ঝকঝকে সুন্দরী মেয়েটা ছোট থেকেই ভালোবাসত সাজগোজ করতে৷ কিন্তু তাকে মেকআপ বা লিপস্টিক নিয়ে নাড়াচাড়া করতে দেখলেই ধমক দিতেন মা৷ পড়াশোনায় তুখোড় মেয়েটা দশম শ্রেণির পরীক্ষায় সারা রাজ্যে প্রথম হয়েছিল৷ কিন্তু তার পর কলেজে ভর্তি করার বদলে সেই মা-ই তাকে সাজিয়ে গুজিয়ে ক্যামেরার সামনে এনে দাঁড় করিয়ে দিলেন৷ ভালোবেসে বিশ্বাস করেছেন যে পুরুষকে, তারাই পিঠে ছুরি বসিয়েছে হাসতে হাসতে৷ যে মানুষটির হাত ধরে রাজনীতির অচেনা পথ পাড়ি দিতে শুরু করেন, তাঁর মৃত্যুশয্যায় জুটেছে চরম লাঞ্ছনা৷ কখনও প্রতিপক্ষকে বেকুব বানিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন, পর মুহূর্তেই আছড়ে পড়েছেন মাটিতে৷ সিল্কের শাড়ি, বুলেটপ্রুফ পঞ্চো আর অনন্ত রহস্যের আড়ালে জয়ললিতা জয়ারাম আসলে এক নিঃসঙ্গ নারী৷ বিপুল খ্যাতি, অগণিত ভক্ত, নিরন্তর স্ত্ততি আর সাফল্যের মিনারে বসেও আজীবন যাঁকে তাড়া করে বেড়িয়েছে তীব্র একাকিত্ব ও অতৃন্তি৷

‘আম্মা’র মৃত্যুতে শোকাভিভূত তামিল নারীরা
 ১৯৪৮ সালে তত্কালীন মাইসোর রাজ্যের মান্ড্য জেলায় এক তামিল আয়েঙ্গার ব্রাহ্মণ পরিবারে জন্ম জয়ললিতার৷ তাঁর ঠাকুর্দা ছিলেন মহীশূর রাজপরিবারের চিকিৎসক৷ আর তাঁর দাদু ছিলেন হিন্দুস্তান অ্যারোনটিক্যালসের ইঞ্জিনিয়ার৷ জয়ার বাবা জয়রাম ছিলেন ধনী আইনজীবী৷ কিন্তু বিপুল পৈতৃক সম্পত্তির অধিকাংশই উড়িয়ে দিয়ে তিনি যখন মারা যান জয়ার তখন বয়স মাত্র দুই৷ ছেলে জয়কুমার ও মেয়ে জয়ললিতাকে নিয়ে মা বেদবল্লী এসে ওঠেন বাপের বাড়ি৷ পাঁচের দশকেই বেদবল্লী ছেলেমেয়েকে নিয়ে চলে আসেন মাদ্রাজ৷ সে সময় দক্ষিণী সিনেমার পীঠস্থানে অভিনেত্রী হিসেবে নিজের জায়গাও করে নেন বেদবল্লী৷ পর্দায় তাঁর নাম হয় সন্ধ্যা৷ মেয়ে জয়ার অবশ্য গ্ল্যামার দুনিয়ার চেয়েও আগ্রহ বেশি ছিল পড়াশোনায়৷ তাঁর ইচ্ছা ছিল লেখাপড়া শেষ করে ‘কোটিপতি আইনজীবী’ হওয়ার৷ বাবার অবিমৃষ্যকারিতায় যে সামাজিক অবস্থান তাঁকে খোয়াতে হয়েছিল শৈশবে, আজীবন তা পুনরুদ্ধার করার চেষ্টা চালিয়েছেন জয়া৷ দশম শ্রেণির পরীক্ষায় সারা রাজ্যের মধ্যে প্রথম হওয়ায় রাজ্য সরকারের স্বর্ণপদক জিতে নেন তিনি৷ স্কলারশিপ নিয়ে স্টেলা মরিস কলেজে ভর্তি হওয়ার ঠিক মুখেই ফের ধাক্কা খান জয়া৷ পরিবারের আর্থিক দুরবস্থা সামাল দিতে মা তাঁকে জোর করেই নিয়ে যান পরিচালক সি ভি শ্রীধরের ছবির সেটে৷ ১৬ বছরের কিশোরী জয়াকে সে দিন রং মেখে, খোলামেলা পোশাকে দাঁড়াতে হয় ক্যামেরার সামনে৷ তাঁর কেরিয়ারের প্রথম ছবি বড়পর্দায় দেখতে পাননি জয়া৷ কারণ প্রান্তবয়স্কদের সেই ছবিতে প্রবেশাধিকার ছিল না সেদিনের কিশোরী জয়ার৷ রুপোলি পর্দার চোখ ধাঁধানো নায়িকা জয়া ওই প্রথম ছবির গ্লানি ভুলতে পারেননি কখনও৷ঝলমলে গ্ল্যামার, নাচ-গানের প্রতিভা আর তীক্ষ্ণ বুদ্ধির দৌলতে দক্ষিণী সিনেমার তারকা হয়ে উঠতে সময় লাগেনি জয়ার৷

১৯৬৫ থেকে ’৭৩-এর মধ্যে দক্ষিণের সুপারস্টার এম জি রামচন্দ্রনের সঙ্গে ২৮টি ছবিতে অভিনয় করেন জয়া৷ পশ্চিম বাংলার উত্তম-সুচিত্রা জুটির মতোই জনপ্রিয় হয়ে ওঠে জয়া-এমজিআরের যুগলবন্দি৷ কিন্তু পর্দার সাফল্যেই থমকে যায়নি জয়া ও এমজিআরের যাত্রা৷ ১৯৭৭ সালে দেশজোড়া কংগ্রেস বিরোধী হাওয়ায় ভর করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন এমজিআর৷ তাঁর সঙ্গেই রাজনীতির অচেনা পথে হাঁটা শুরু হয় জয়ার৷ ১৯৮৩ সালে এমজিআর তাঁকে নিজের জনসংযোগ সচিবের দায়িত্ব দেন৷ কুশলী এমজিআর পরের বছরই রাজ্যসভার সাংসদ হিসেবে দিল্লিতে পাঠান জয়াকে৷ ইংরেজিতে সাবলীল জয়াই হয়ে ওঠেন রাজধানীতে এমজিআরের মুখ৷ কিন্তু সুন্দরী জয়াকে দায়িত্ব দিয়েও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেননি এমজিআর৷ ২৪ ঘণ্টা সতর্ক পাহারায় রাখা শুরু হয় জয়াকে৷ সেই সূত্রেই জয়ার জীবনে আসেন শশিকলা৷ তামিলনাড়ুর এক সচিবের স্ত্রী শশিকলার ভিডিয়ো পার্লারের উপরই দায়িত্ব ছিল জয়ার গতিবিধি ক্যামেরাবন্দি করার৷ কিন্তু নিঃসন্তান শশিকলা ও অবিবাহিতা জয়ললিতার বন্ধুত্ব গড়ে উঠতে বেশি দেরি হয়নি৷

১৯৮৭ সালের ডিসেম্বরে মারা যান এমজিআর৷ ভোরবেলা খবরটা পেয়েই রামাভরম গার্ডেনে এমজিআরের বাসভবনে ছুটে যান ৩৮ বছরের জয়া৷ কিন্তু নিরাপত্তারক্ষী তাঁকে বাড়িতে ঢুকতে দেননি৷ মাদ্রাজের রাজাজি হলে প্রয়াত মুখ্যমন্ত্রীর দেহ রাখা থাকবে খবর পেয়ে তিনি আগেই ছোটেন সেখানে৷ এমজিআরের স্ত্রী জানকী, তাঁর ভাইপো দীপনের বাধা টপকে সোজা পৌঁছে যান এমজিআরের মাথার কাছে৷ টানা ২১ ঘণ্টা সেখানেই দাঁড়িয়েছিলেন জয়া৷ কালো শাড়ি, বড় কালো টিপ পরা জয়ার সেই শোকাচ্ছন্ন রূপ আজও ঝাপসা করে দেয় বহু মানুষের চোখ৷ জয়াকে শিয়র থেকে সরাতে না পেরে তাঁকে টানা চিমটি কেটে, তাঁর পা মাড়িয়ে ক্ষতবিক্ষত করে দেয় জানকীর অনুগত মহিলার দল৷ কিন্তু এর পরও লাঞ্ছনা বাকি ছিল তামিলনাড়ুর ভাবী মুখ্যমন্ত্রীর৷ সেনাবাহিনীর কামানবাহী গাড়িতে এমজিআরের দেহ তোলার সময় তাতে উঠতে যান জয়াও৷ কিন্তু লক্ষ লক্ষ মানুষের সামনে তাঁকে চুলের মুঠি ধরে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেন দীপন৷ সে দিনের ওই অপমানের ক্ষত আজীবন সযত্নে বহন করেছেন আম্মা৷ পরবর্তী সময় ক্ষমতার শিখরে পৌঁছে তিনি যখন নিজের গোটা মন্ত্রিসভাকে আক্ষরিক অর্থেই ‘পদানত’ করেছেন, তার মধ্যেও হয়তো লুকিয়ে ছিল সে দিনের ওই অপমানের প্রতিশোধ৷ এমজিআরের মৃত্যুর পর রাজনৈতিক অভিভাবকহীন জয়ার গায়ে লেগে যায় ‘রক্ষিতা’র তকমা৷ স্ত্রীর পরিচয় নিয়ে জানকীর সদর্প আস্ফালন অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি৷ অচিরেই এমজিআরের রাজনৈতিক উত্তরাধিকার অর্জন করে নেন জয়া৷ প্রবলভাবে পুরুষতান্ত্রিক দক্ষিণের রাজনীতিতে জয়ললিতার উত্থান কখনওই মসৃণ ছিল না৷ তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ করুণানিধিকে একাধিক বার পাশার চালে বাজিমাত করেছেন তিনি৷ পাল্টা প্রতিশোধের মাসুলও দিয়েছেন৷ তাঁর বিপুল বিত্ত, বৈভব দেখে চোখ টাটিয়েছে অনেকের৷ তাঁর ও তাঁর ঘনিষ্ঠ সঙ্গীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ কালিমালিপ্ত করেছে জয়ার ভাবমূর্তিকে৷ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী পদে জয়ী হওয়ার পরই দুর্নীতির দায় মাথায় নিয়ে জেল খেটেছেন৷ দাক্ষিণাত্যের ওপারে বসেও দিল্লির রাজনীতিতেও অনায়াস ছড়ি ঘুরিয়েছেন তিনি৷ তাঁর প্রসাদভিক্ষায় পোয়েস গার্ডেনের বাড়িতে ধরনা দিতে হয়েছে একাধিক প্রধানমন্ত্রীকে৷ রাজীব গান্ধী থেকে নরেন্দ্র মোদী --- তাঁর করুণার প্রত্যাশী হতে হয়েছে অনেক রথী মহারথীকেই৷

সাধারণ মানুষের চোখে তিনি নিজেকে এক অপ্রাপণীয়, হেঁয়ালির ঘোমটায় মুড়ে রেখেছেন৷ পুরুষ সহকর্মী, রাজনৈতিক প্রতিপক্ষকে চাবুকের ডগায় বশ করেছেন৷ তবু নিজেকে বরাবর এক বঞ্চিতা নারী হিসেবেই তুলে ধরার সচেতন প্রয়াস চালিয়ে গিয়েছেন জয়ললিতা৷ তার পিছনে আছে বহু পুরুষের প্রবঞ্চনার তীক্ষ্ণ যন্ত্রণা৷ নিজের বাবা, প্রথম প্রেমিক, রাজনৈতিক দীক্ষাগুরু, রাজনৈতিক প্রতিস্পর্ধীরা তাঁকে কোনওদিনই তাঁর প্রাপ্য সম্মান দেননি৷ কেউ ভয় পেয়েছেন, কেউ তাঁকে সামনে রেখে নিজের ঘুুঁটি সাজিয়েছেন৷ কিন্ত্ত পোয়েস গার্ডেনের বাংলোয়, সোনাদানা-সিল্কের শাড়ির স্তুপে বসে থাকা বিপুল ক্ষমতাধর মহিলাটি কাঙাল ছিলেন হয়তো ভালোবাসার, সম্মানের৷ এমজিআরের শেষযাত্রায় ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়ার পর তাঁকে নিগ্রহ করেছিল বহু অপরিচিত হাত৷ সারা জীবন নিজের নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ির মধ্যে হয়তো আম্মা মুছে ফেলতে চেয়েছেন সে দিনের সেই গ্লানিকে৷ আজ তাঁর শেষযাত্রাতেও সামিল লক্ষ লক্ষ মানুষ৷ চোখের জলে বুক ভাসাচ্ছেন অসংখ্য অনুরাগী৷ কিন্তু শেষযাত্রাতেও বড়ই নিঃসঙ্গ বন্ধু-পরিজনহীন জয়ারাম জয়ললিতা৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন