বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬

‘নগ্ন জাতীয়তাবাদ’: ট্রাম্পের জয়কে ওবামার ব্যাখ্যা



সংবাদমাধ্যম

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষ বিদেশ সফরে বেরিয়ে ‘নগ্ন জাতীয়তাবাদ’-এর বিরুদ্ধে সতর্ক হওয়ার কথা বললেন বারাক ওবামা৷ ডোনাল্ড ট্রাম্পের জয়কে ব্যাখ্যা করলেন মানুষের ক্রোধ ও ভয়কে কাজে লাগিয়ে ভোট টানার সাফল্য হিসেবে৷ আথেন্সে একটি সাংবাদিক বৈঠকে ওবামা বলেন, ‘বিশেষ কোনও নির্বাচন বা আন্দোলন বাদ দিয়েই বলছি, সত্যিই আমার মনে হয়, আমরা-ওরা বিভাজনকে ঘিরে গড়ে ওঠে যে উগ্র, নগ্ন জাতীয়তাবাদ বা জাতি -পরিচয় , তার উত্থানের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে৷ যেখানে যেখানে আমাদের মধ্যে সাদৃশ্য ধরা পড়ে, সেটাই মানবজাতির ভবিষ্যত্ ও বিশ্বের ভবিষ্যত্ নির্ধারণ করবে৷ যা আমাদের বিচ্ছিন্ন করে এবং সংঘাতের দিকে এগিয়ে দেয়, সেটা নয়৷’ বিশ্ব জুড়েই এ ধরনের নগ্ন জাতীয়তাবাদী আবেগ শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট৷ ব্রেক্সিট এবং ট্রাম্পের জয়ের পিছনেও সেই ধরনের আবেগের ভূমিকা রয়েছে বলে দাবি করেন৷

গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সাইপ্রাসকে পাশে নিয়ে ইউরোপের কাছে ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত জয়ের ব্যাখ্যা দিয়েছেন ওবামা৷ তিনি বলেন, আমেরিকাবাসীর ভয় আর রাগকে কাজে লাগিয়েছেন ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্টের দাবি, রিপাবলিকান জনপ্রতিনিধি এবং আধিকারিকরা বার বার যে কথা বলছিলেন বা সংবাদমাধ্যমে প্রচার করছিলেন , তা যে সব সময় বাস্তব ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল , এমনটা নয়৷ কিন্ত্ত মানুষকে তা প্রভাবিত করছিল৷ কারণ , বিশ্বায়ন এবং যান্ত্রিকায়ন নিয়ে আমেরিকার মানুষের মধ্যে এক ধরনের ভীতি রয়েছে৷ এই বিষয়টাকে নিজের প্রয়োজনে ব্যবহার করেছেন ট্রাম্প৷

 গ্রীসের প্রেসিডেন্ট দিমিত্রিওস প্যান্ডারমালিসের সঙ্গে ওবামা

ওবামার কথায়, ‘রিপাবলিকান পার্টির মধ্যে থাকা এই ধারাটাকেই প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প ব্যবহার করেছেন এবং সেটাকে আরও জোরদার করে নির্বাচনে জেতার মতো যথেষ্ট সংখ্যক ভোট টানতে সফল হয়েছেন৷’ ডেমোক্র্যাটদের হার সম্পর্কে তাঁর বিশ্লেষণ, বর্তমান প্রেসিডেন্টের কাজে খুশি নন বলে আমেরিকাবাসী হিলারিকে ভোট দেননি , এমনটা নয়৷ অনেক আমেরিকাবাসীই মনে করেন , ওবামা যথেষ্ট ভালো কাজ করেছেন৷ কিন্ত্ত বিশ্ব জুড়েই এক ধরনের অস্থিরতা ও গণক্রোধের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে৷ তার বাইরে নয় আমেরিকাও৷ বোট দেওয়ার সময় হয়তো একটা বড় ধরনের নাড়াচাড়া হওয়াটাকেই মার্কিন ভোটাররা অন্য সব কিছুর থেকে বেশি জরুরি বলে মনে করেছিলেন৷ এই একই ধরনের মনোভাব ইউরোপের বিভিন্ন দেশেও গণ আন্দোলন গড়ে তুলছে এবং ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাওয়ার পিছনে অন্যতম প্রধান ভূমিকা নিয়েছে বলে মনে করেন ওবামা৷

আমেরিকায় এ ধরনের আবেগ যে বিভাজনের মানসিকতার জন্ম দিয়েছে, সে কথাও মনে করিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকায় যখন গায়ের রং, ধর্ম বা জাতি অনুযায়ী আমরা নিজেদের ভাগ করতে শুরু করি , তখন কী হয় , তা সবার জানা৷ এই প্রবণতা খুবই বিপজ্জনক৷ শুধু বৈষম্যের শিকার হওয়া কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নয় , পুরো দেশের পক্ষেই৷ আমরা যদি কৃষ্ণাঙ্গ বা ল্যাটিনো বা এশীয় বা সমকামী বা মহিলাদের মার্কিন জীবনগঠনের কাজে পুরোপুরি অংশ নিতে না দিই , তা হলে দেশ হিসেবে নিজেদের ক্ষমতা আমরা বুঝতেই পারব না৷’ এর আগে ট্রাম্প নির্বাচনে জেতার পর প্রথম সাংবাদিক বৈঠকেও ঐক্যের বার্তার উপর জোর দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ তবে নিউ ইয়র্কের কোটিপতিকে একটা সুযোগ দেওয়া উচিত বলে সেখানে মন্তব্য করেন তিনি৷ ভোটের আগে ট্রাম্পকে তীব্র ভাবে আক্রমণ করলেও প্রেসিডেন্ট ইলেক্টকে পূর্ণ সহযোগিতারই প্রতিশ্রীতি দিয়েছেন ওবামা৷ এই ক’দিন সব ধরনের বিতর্কিত প্রশ্ন এড়িয়ে গিয়েছেন৷সোমবার সাংবাদিকদের বারংবার জিজ্ঞাসা সত্ত্বেও কোনও মন্তব্য করেননি৷ ট্রাম্পের সমালোচনাও শোনা যায়নি তাঁর মুখে৷ যদিও সেখানেও সংহতির উপর জোর দিয়ে তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট-ইলেক্ট সবার কাছে ঐক্যের বার্তা পৌঁছে দেবেন বলে আশা করেন তিনি৷ এ দিন কিন্তু সেখান থেকে কিছুটা সরে এসে ‘নগ্ন জাতীয়তাবাদ’ এবং বিভাজনের রাজনীতির কথা বলে ওবামা তাঁর উত্তরসূরিকে একটা মোক্ষম খোঁচা দিলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন