পানিতে ভেজা ভারতের নতুন ২০০০ রূপী নোটের দশা!
আনন্দবাজার পত্রিকা
বাজারে এসে গিয়েছে নতুন ২০০০ টাকার নোট। সেই সঙ্গেই এসে গিয়েছে এই নোট নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য। কেউ বলছেন, ‘শুনলাম নতুন নোটটা বড্ড পাতলা। সহজেই ছিঁড়ে যাবে।’ কোথাও আবার শোনা যাচ্ছে, এই নোট থেকে নাকি রং উঠছে। অর্থাত্, সব মিলিয়ে বাজারে আসা নতুন ২০০০ টাকার নোটের গুণগত মান মোটেই ভাল নয়।
কিন্তু খুব সম্প্রতি একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওতে দেখা যাচ্ছে একটি ২০০০ টাকার নোটকে দুমড়ে-মুচড়ে, জলে ভিজিয়ে দেখে নেওয়া হচ্ছে নতুন নোটের ‘সহ্য ক্ষমতা’ আর গুণগত মান। আর এ সব করতে গিয়ে কী দশা হচ্ছে সেই ২০০০ টাকার নোটের! আপনিও দেখে নিন সে ভিডিও আর জেনে নিন এই গুণমান পরীক্ষার ফলাফল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন