মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬

বাড়িতে হঠাৎ নতুন গাড়ি দেখে একটু চমকেই গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য!

বুদ্ধদেবের জন্য দিল্লি থেকে বুলেটপ্রুফ গাড়ি আনলো মমতা

নতুন  বুলেটপ্রুফ গাড়িতে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

দৈনিক এই সময়, কলকাতা

পশ্চিবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য ১৪৫০ কিলোমিটার দূর থেকে গাড়ি নিয়ে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন৷ কয়েক বছর টানাপোড়েনের পর অবশেষে সোমবার বুদ্ধদেবের জন্য বিকল্প বুলেটপ্রুফ গাড়ি আনল রাজ্য প্রশাসন৷ যদিও একেবারে ব্র্যান্ড নিউ বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হয়নি তাঁকে৷

আলিমুদ্দিন (সিপিএম দপ্তর) সূত্রের খবর, পাম অ্যাভিনিউয়ের বাড়িতে হঠাৎ নতুন গাড়ি দেখে একটু চমকেই গিয়েছিলেন বুদ্ধদেব৷ খোঁজ নিতেই নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান, এই গাড়িটি তিনি দিল্লিতে ব্যবহার করতেন৷

মুখ্যমন্ত্রী থাকাকালীন দিল্লিতে গিয়ে বুদ্ধদেব যে বুলেটপ্রুফ গাড়িটি ব্যবহার করতেন, সেটি গত ছ’-সাত বছর দিল্রির বঙ্গভবনেই পড়েছিল৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ব্যবহার করতেন বলে সেই গাড়ি তেমন ব্যবহারও হয়নি গত ক’বছরে৷ বুদ্ধদেবের পুরোনো গাড়ির মতো এটিরও নম্বরের শেষ তিনটি অঙ্ক ০০১৷ এই গাড়িটি দিল্লি থেকে কলকাতায় নিয়ে এসেছে রাজ্য প্রশাসন৷ গাড়িটি ভবানীপুরে এলগিন রোডে রাজ্য সরকারের কার -পুলে রাখা ছিল৷ কিছু মেরামতির কাজ করিয়ে সোমবার থেকে এই গাড়িটি বরাদ্দ হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য৷ সোমবার সেই গাড়ি চড়েই আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে আসেন বুদ্ধদেব৷

এই সময়-এর মত: হয়তো কিছুটা বিলম্ব হল৷ কিন্তু পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর যাতায়াতের সুবিধার জন্য গাড়ি বদলে সুস্থ রুচিবোধ ও সৌজন্যের পরিচয় দিল মমতা সরকার৷ শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে কিন্তু পারস্পরিক শ্রদ্ধা, শিষ্টাচার বজায় রাখাই এক সময় বঙ্গ রাজনীতির অঙ্গ ছিল৷ আশা রইল এই পদক্ষেপ সেই ঐতিহ্যই ফিরিয়ে আনবে৷ 

জেড ক্যাটেগরি নিরাপত্তা পাওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের কনভয়ের যে বুলেটপ্রুফ গাড়িটি প্রাক্তন মুখ্যমন্ত্রী ব্যবহার করেন, সেটি দীর্ঘদিন ধরেই বেহাল৷ প্রায় তামাদি হয়ে যাওয়া গাড়িটি একাধিকবার দুর্ঘটনায় পড়েছে৷ কখনও হাইওয়েতে মাঝরাস্তায় গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে৷ কখনও বা আবার মল্লিকবাজার মোড়ে আগুন লেগেছে ইঞ্জিনে৷ তা সত্ত্বেও বুদ্ধদেবের এই গাড়িটি বদল করা হচ্ছিল না৷ ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে একাধিকবার৷
পুরোনো বুলেটপ্রুফ গাড়িটি বারবার খারাপ হলেও এ নিয়ে উচ্চবাচ্য করেননি বুদ্ধদেব৷ সিপিএমের তরফেও সরকারি ভাবে কোনও অভিযোগ করা হয়নি৷ কেবলমাত্র বুদ্ধদেবের সুরক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা এবং তাঁর প্রাক্তন গাড়িচালক ওসমান একাধিকবার সরকারি কার-পুলে অভিযোগ করেছেন৷ যদিও তাতে লালবাজার বা নবান্নের কর্তাদের তেমন হেলদোল ছিল না৷

এই পরিস্থিতিতে হঠাৎ গাড়ি বদলের নেপথ্যে মূল কারণ হল, আগের গাড়িটি আর চলাচলের যোগ্যই প্রায় ছিল না৷ বুদ্ধদেবের গতিবিধি এখন পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে আলিমুদ্দিনের মধ্যেই সীমাবদ্ধ৷ এই কয়েক কিলোমিটার যেতেই আগের বুলেটপ্রুফ গাড়িটির ইঞ্জিন এতই গরম হয়ে যাচ্ছিল, যে সেটি ঠান্ডা করতে নাজেহাল হতে হত চালককে৷ বুদ্ধদেবের প্রাক্তন গাড়িচালক ওসমান সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর কার-পুলের অন্য চালকদের উপর বর্তায় বুদ্ধদেবের গাড়ি চালানোর দায়িত্ব, যাঁরা প্রায় তামাদি হতে বসা গাড়িটি নিয়ে নাজেহাল হতেন প্রায়দিনই৷ সেই জায়গায় বিকল্প গাড়ি আসায় বুদ্ধদেবের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন৷

 যাওয়া-আসার পথে সাধারণত গাড়িতে এফএমে খবরও শোনেন বুদ্ধদেব৷ এ দিনও অভ্যাসবশত গাড়িতে উঠে বুদ্ধদেব চালককে বলেন, খবর চালানোর জন্য? তখন তাঁকে জানানো হয়, এ গাড়ির এফএম রেডিয়োটি কাজ করছে না৷ রাজ্য সরকারের কার-পুলে এখন প্রায় সব বুলেটপ্রুফ গাড়িই এসইউভি৷ বুলেটপ্রুফ অ্যাম্বাসাডর প্রায় নেই বললেই চলে৷ কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী এখনও অ্যাম্বাসাডরেই স্বচ্ছন্দ বোধ করেন৷ বেশি দামের উঁচু গাড়ি তেমন পছন্দ নয় বুদ্ধদেবের৷ তাঁর এই পছন্দ-অপছন্দ আঁচ করেই প্রায় সাড়ে চোদ্দশো কিলোমিটার দূর থেকে লালকিল্লা এক্সপ্রেসে চড়িয়ে আনা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী গাড়িটি৷

1 টি মন্তব্য:

  1. ভারতীয় রাজনীতিতে বিরোধী দলের রাজনীতিকদের প্রতি সৌজন্যতাবোধ এখনও টিকে আছে ।

    উত্তরমুছুন