শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

তিন তালাক নিয়ে প্রশ্ন তুললেই সাম্প্রদায়িক?

ভারতে মুসলিম পুরুষদের যদি অন্যান্য নাগরিকদের মতোই বিবাহবিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হতে হয়, তাতে অসুবিধা কোথায়? লিখছেন সৈয়দ তানভীর নাসরীন৷


আমি তখন স্কুলে পড়ি, ১৯৮২ সাল৷ সেই সময় বিআর চোপড়া ‘নিকাহ্’ নামে একটা সিনেমা বানিয়েছিলেন৷ তাতে পাকিস্তানি অভিনেত্রী সালমা আগা অভিনয় করেছিলেন৷ তখন বোধ হয় বলিউডে পাকিস্তানি অভিনেতারা থাকলে এত হইচই হত না ! আসলে তখনও বোধ হয় ‘বজরং দল’ বা তথাকথিত হিন্দু সংগঠনগুলির এই ‘ব্র্যান্ডিং’ এবং ‘প্যাকেজিং’ও হয়নি৷ ‘নিকাহ্’ সিনেমার গল্পটা বেশ তাত্পর্যপূর্ণ ছিল৷ সালমা আগা (নীলোফার ) আর তার বর দীপক পরাশর (ওয়াসিম )-এর মধ্যে সব ভালোই চলছিল৷ কিন্ত্ত আচমকাই ওয়াসিম রেগে গিয়ে সালমা -কে ‘তালাক -তালাক -তালাক’ বলে দেন৷ ব্যস, দু’জনের বিচ্ছেদ৷ নীলোফার আর ওয়াসিম আলাদা হয়ে যান৷ এর পরে নীলোফারের সঙ্গে হায়দর -এর বিয়ে হয়৷ হায়দর অর্থাত্ রাজ বব্বর৷ কিন্ত্ত নীলোফার এবং হায়দরের মাঝে আবার এসে হাজির হয় ওয়াসিম৷ সে তার তিন তালাক দেওয়ার ‘অপরাধ’ বুঝতে পেরেছে৷ তাই ওয়াসিম আবার নীলোফারকে ফেরত্ পেতে চায়৷ সে চায় হায়দর এ বার নীলোফারকে তালাক দিক ! তার পরে ‘নিকাহ’-তে সালমার প্রাক্তন এবং বর্তমান স্বামীকে নিয়ে বিস্তর জটিলতা , কান্নাকাটি ইত্যাদি৷

ভারতীয় সমাজে ‘সেকুলার’ এবং ‘লিবারেল’ হওয়ার কিছু পূর্বনির্ধারিত শর্ত আছে৷ মুসলমান সমাজের কোনও কিছু নিয়ে প্রশ্ন করা যায় না৷ ‘রাষ্ট্রবিরোধিতা’-র জিগির তুলে যেমন এক ধরনের প্রচার চলে, তেমন এটাও একটা কাউন্টার অ্যাটাক৷

তিন দশকের ব্যবধানে আজ যখন ‘তিন তালাক’ নিয়ে ফের দেশ উত্তাল, তখন আবার ‘নিকাহ্’ সিনেমাটার কথা মনে পড়ল৷ কেন পড়ল ? কারণ আমি অন্তত আর মফস্সল শহরের ছোট্টো বালিকাটি নেই যে সালমা আগার রোম্যান্টিক গানের মূর্চ্ছনায় ভেসে যাব , তিন তালাক এবং বিচ্ছেদ আর বিরহের সুরে গান গাইবো, ‘দিল কি আরমান আঁসুয়ো মে বেহে গয়ে’৷ নিজের নামের কারণে, মুসলিম পরিবারে জন্মের কারণে আমি জানি ‘তিন তালাক’ মুসলিম মহিলার জীবনের সবচেয়ে কঠিন, কঠোর বাস্তব৷ মাত্র তিনটে শব্দ কী ভাবে মহিলাদের জীবনকে বদলে দিতে পারে , কোথায় আছড়ে ফেলতে পারে, তা আমি জানি৷ মুর্শিদাবাদ, মালদা, বীরভূমের প্রত্যন্ত গ্রামে দিনের পর দিন যাওয়ার সূত্রে জানি, আসাদউদ্দিন ওয়াইসির ‘দুর্গ’ বলে পরিচিত হায়দরাবাদে মুসলিম সংগঠনগুলির সঙ্গে কাজ করার সূত্রে জানি৷

আজ থেকে ঠিক তিরিশ বছর আগে ১৯৮৬-তে শাহবানু মামলার পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সাফল্যের সঙ্গে ঘড়ির কাঁটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পেরেছিলেন৷ সেটাতে মুসলিম মহিলারা ঠিক কতটা পিছিয়ে গিয়েছিল, তা বলে বোঝানোর জন্য একটা প্রবন্ধ যথেষ্ট নয়৷ তিরিশ বছর বাদে আবার যখন ‘তিন তালাক’-কে কেন্দ্র করে দেশ উত্তাল এবং মুসলিম মহিলাদের হয়ে মুখ খুলে ফেলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী, তখন তাঁর বিপরীতে দাঁড়িয়ে সেই রাজীব গান্ধীর পুত্র রাহুল গান্ধী৷ এখনও পর্যন্ত রাহুল কিংবা তাঁর দল কংগ্রেস টুঁ-শব্দটি করেননি৷ ‘তিন তালাক’ বিষয়ে নিজের অবস্থান জানাননি৷ উত্তরপ্রদেশে নির্বাচনের আগে মোদী এবং বিজেপি -র চালে হয়তো বাবার মতোই রাহুল গান্ধী কিছুটা অসহায়৷ এবং আবার ‘ট্র্যাজিক হিরো’ ‘নিকাহ্’-এর সেই দ্বিতীয় স্বামী, রাজ বব্বর৷ তিরিশ বছরের ব্যবধানে তিনিই যে উত্তরপ্রদেশে কংগ্রেস সভাপতি ! বিজেপি -র ‘তিন তালাক’ এর তাসে যতটা বিপন্ন দেখাচ্ছে কংগ্রেসকে, ততটাই বিধ্বস্ত রাজ বব্বর৷ বেচারি বব্বর! ‘দিল কি আরমান আঁসুয়ো মে বেহে গয়ে’৷

রসিকতা থাক৷ ‘তিন তালাক’ নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে এক বার বিভিন্ন পক্ষের অবস্থানটাকে যাচাই করে নেওয়া যাক৷ বিজেপি খুব পরিষ্কার করে দিয়েছে, ‘তিন তালাক’-কে বন্ধ করা আর অভিন্ন দেওয়ানি বিধি চালু করাকে তারা এক হিসাবে দেখতে চায় না৷ বরং ‘তিন তালাক’ বন্ধ করাকে তারা মুসলিম মহিলার স্বার্থরক্ষা হিসাবে দেখতে চায়৷ বিজেপি -র অন্য অ্যাজেন্ডার সঙ্গে এটাকে গুলিয়ে না ফেললে ‘তিন তালাক’ নিয়ে সরকারের অবস্থান খুব স্পষ্ট৷ এই প্রথমবার কোনও রকম ‘ঐতিহাসিক ভুল’ না করে সিপিএমও তিন তালাকের বিরোধিতা করেছে৷ পরিষ্কার জানিয়ে দিয়েছে , তারা মনে করে ‘তিন তালাক ’ মুসলিম মহিলার স্বার্থের পরিপন্থী৷ আর বাকি দলগুলি ? আগেই বলেছি কংগ্রেস এখনও নিশ্চুপ৷ অন্য অনেক রাজনৈতিক দলগুলি নিজের নিজের মতো করে রাজনীতি এবং অবশ্যই ভোটব্যাঙ্কের হিসেব কষছে৷

আরও সংশয় এবং বিভ্রান্তি বাড়িয়েছেন তথাকথিত ‘সেকুলার বুদ্ধিজীবীরা’ যাঁরা মুসলিম ধর্মে কোনও রকম সংস্কারের কথা উঠলেই ‘হিন্দু ষড়যন্ত্র’ দেখতে পান৷ সম্প্রতি বেশ কিছু এহেন বুদ্ধিজীবীর প্রবন্ধে দু’টি সংগঠনের যথেচ্ছ উল্লেখ এবং সেই সংগঠনগুলির উদ্ধৃতি দেখে আরও চিন্তায় পড়ে গেলাম৷ অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল ’বোর্ড এবং ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন , এই দুই সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য এবং দাবি দেখে ভারতের মুসলমানদের হয়ে কথা বলার , সিদ্ধান্ত নেওয়ার এবং আইন প্রণয়নের ভারও তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ খুব ভালো৷ তা হলে তো হিন্দুদের হয়ে কথা বলার এবং আইন প্রণয়নের দায়িত্ব বিশ্ব হিন্দু পরিষদ এবং প্রবীণ তোগারিয়া -র৷ আর পাঞ্জাবের রাজ্যপাট চালানোর দায়িত্ব শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটিকে দিতে হয় ! তাতে আমরা রাজি তো?পত্রপত্রিকায় , বিভিন্ন আলোচনায় যেসব বুদ্ধিজীবী ‘তিন তালাক’ এর হয়ে সওয়াল করছেন তাঁরা বলছেন ‘তিন তালাক’-এর অপপ্রয়োগ বন্ধ করতে হবে৷ অপপ্রয়োগ ? ‘সতীদাহ’ বা ‘বিধবা বিবাহ’ নিয়ে বিতর্কের সময় বিদ্যাসাগরের সঙ্গে তত্কালীন হিন্দু কুলীন সমাজের তর্ক বিতর্কের কথা মনে পড়ে যাচ্ছে৷ সেখানেও তত্কালীন হিন্দু রক্ষণশীল সমাজ ‘সহমরণ’ কতটা শাস্ত্রানুসারী তা ব্যাখ্যা করে ‘সহমরণ’ এর অপপ্রয়োগ হচ্ছে বলে স্বীকার করে নিয়েছিলেন৷ আবার কি ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে ?ভারতীয় সমাজে ‘সেকুলার’ এবং ‘লিবারেল’ হওয়ার কিছু পূর্বনির্ধারিত শর্ত আছে৷ তাতে মুসলমান সমাজের কোনও কিছু নিয়ে প্রশ্ন করা যায় না৷ আমি যতক্ষণ জেএনইউ -তে কানহাইয়া কুমারকে নিয়ে মিছিল করছি বা হায়দরাবাদের দলিত আন্দোলনের সুরে ‘জয় জয় মহিষাসুর’ গাইছি , ততক্ষণ আমি প্রগতিশীল , নিরপেক্ষ৷ কিন্ত্ত আমি যেই ‘তিন তালাক’-এর বন্ধের দাবিতে সওয়াল করব, তক্ষুনি আমাকে সন্দেহের চোখে দেখা হবে , আমি আরএসএস -এর চর কি না ! এই যে সেকুলার হওয়ার ‘স্টিরিওটাইপ’ এতে কাশ্মীরে নিহত জঙ্গি বুরহান ওয়ানি -কে মহান ‘স্বাধীনতা যোদ্ধা’, আজমল কাসভ -কে ‘নিরীহ শিশু ’ এবং জাকির নায়েককে ‘মৌলানা আবুল কালাম আজাদ’ ভাবতে এবং বলতে হয়৷ ‘রাষ্ট্রবিরোধিতা’-র জিগির তুলে যেমন এক ধরনের প্রচার চলে, তেমন এটাও একটা কাউন্টার অ্যাটাক৷ আপনাকে ‘সেকুলার’ এবং ‘লিবারেল’ নয় প্রমাণ করার !আচ্ছা তর্কের খাতিরে একবার ধরে নিই , ‘তিন তালাক ’ বন্ধ করে দেওয়া হল ! তা হলে কী হবে ? মুসলিম পুরুষকে তাঁর ‘নিকাহ’ করা বউয়ের থেকে বিচ্ছিন্ন হতে আদালতের দ্বারস্থ হতে হবে , তাই তো? ভারতীয় সংবিধান অনুযায়ী ‘বিচ্ছেদ’ পেতে হবে , তাই তো? অসুবিধা কোথায় ? ভারতীয় সংবিধানের উপর আস্থা নেই আমাদের ? যার সুবিধা দেশের বাকি ৯০ শতাংশ মহিলা পাচ্ছেন , তার থেকে কেন বঞ্চিত হবেন মুসলিম মহিলারা? উত্তর খুঁজবার সময় এসেছে৷ আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থেই সময় এসেছে৷

সৈয়দ তানভীর নাসরীন: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মানবীবিদ্যার শিক্ষক 


দৈনিক এই সময়, কলকাতার সৌজন্যে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন