সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

টুইটারে বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি

জন কেরির সামাজিক গণমাধ্যম টুইটারে দেয়া পোস্ট
ঝটিকা সফরে বাংলাদেশে আসা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের উন্নয়ন খাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। সামাজিক গণমাধ্যম টুইটারে দেয়া পোস্টে তিনি এসব কথা বলেন।

জন কেরি বিশেষ বিমানে ৯ ঘণ্টার ঝটিকা সফরে সোমবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা পৌঁছান। ঢাকায় পৌঁছানোর পর হোটেলে বিশ্রাম নিয়ে তিনি ধানমণ্ডিতে যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেলা ১২টার দিকে বৈঠক করেন। এই বৈঠকের একটি ছবি টুইটারে পোস্ট করে কেরি বলেন, বাংলাদেশের উন্নয়নের দারুণ একটি গল্প রয়েছে।  সোমবার  প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে আমি খুশি।

পররাষ্ট্রমন্ত্রী ররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে দেয়া একটি পোস্টে কেরি বলেন, নিরাপত্তা ও উগ্র মৌলবাদের বিরুদ্ধে আমাদের জোরালো সমর্থনের বিষয়ে বাংলাদেশে একটি গুরুত্বপুর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জানা গেছে, পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত আছেন।

সোমবার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে দর্শনার্থী বইয়ে জন কেরি মন্তব্য লিখেছেন:
“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের পথে ও তাঁরই কন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে চায় বলেও জানান তিনি।”

দর্শনার্থী বইয়ে বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে জন কেরির লেখা
দর্শনার্থী বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে জন কেরি লেখেন, ‘একটি সহিংস ও কাপুরুষোচিত ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে সাহসী ও উজ্জ্বল এক নেতৃত্বকে কেড়ে নেওয়া হয়। কিন্তু এখন বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের পথে তাঁরই কন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বন্ধু হতে পেতে গর্বিত এবং তাঁর সেই স্বপ্ন পূরণে দৃঢ় সমর্থক। আমরা শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে একসঙ্গে কাজ করতে চাই।’

এক দিনের বাংলাদেশ সফরে এসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। সেখানে পৌঁছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর জাদুঘর পরিদর্শন করেন।

জন কেরিকে জাদুঘরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও বঙ্গবন্ধুর নাতি রেদওয়ান মুজিব সিদ্দিক। প্রায় ৪০ মিনিট জন কেরি সেখানে অবস্থান করে জাদুঘর ঘুরে দেখেন। এ সময় দর্শনার্থী বইয়ে স্বাক্ষরও করেন তিনি। সেখানে বঙ্গবন্ধু ও তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে কিছু কথাও লেখেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন