কবি শহীদ কাদরী |
সৈকত রুশদী
পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলা কবিতার অগ্রগামী পথপ্রদর্শক কবি শহীদ কাদরীকে। অসুস্থতার সাথে এক দীর্ঘ লড়াইয়ের পর যিনি চিরবিদায় নিয়েছেন আজ (২৮ আগস্ট ২০১৬) সকালে। নিউ ইয়র্কের নর্থ শোর হাসপাতালে। তাঁর বয়স হয়েছিল ৭৪।আমার তারুণ্যে, কবিতা লেখার প্রথম প্রহরে, বিশ্ববিদ্যালয় জীবনে ও পরবর্তীকালে তুমুল আলোড়িত হয়েছি তাঁর কবিতায়। মননে, উপমা নির্বাচনে, শব্দ চয়নে ও প্রয়োগ কৌশলে সাহস ও নান্দনিকতা বোধের এক অনুপম যুগলবন্দী উপস্থাপনায় কেবলই অবিমিশ্র মুগ্ধতায় আবিষ্ট হয়েছি। কবিতার প্রতি ভালবাসা আরও দৃঢ় হয়েছে।
বিরলপ্রজ এই প্রতিভাকে সংখ্যার হিসাবে তাঁর মাত্র চারটি কাব্যগ্রন্থ 'উত্তরাধিকার', 'তোমাকে অভিবাদন প্রিয়তমা', 'কোথাও কোন ক্রন্দন নেই' ও 'আমার চুম্বনগুলো পৌঁছে দাও' এবং কিছু অগ্রন্থিত রচনার মধ্য দিয়ে বিচার করা যাবেনা। তাঁর মুক্তার মতো নির্বাচিত শব্দগুলো মিলিতভাবে এক টুকরো হীরকখন্ডের মতো দ্যুতিময় একেকটি কবিতা হয়ে উঠেছে।
নিভৃতচারী, স্বল্পবাক ও প্রচারবিমুখ এই কবিকে ১৯৭০ ও ১৯৮০ দশকে দেখেছি ঢাকায়, কবিতার আসরে অথবা অন্য কোনখানে, কিন্তু বিনম্র সৌজন্য প্রকাশ ছাড়া কথা বলা হয়ে ওঠেনি। কাছে গেলে মনে হয়েছে এতো সুন্দর করে যিনি সৃষ্টি করেন কবিতা, সেই প্রজ্ঞার কাছে আমার কিইবা বলার আছে শ্রদ্ধা নিবেদন ছাড়া!
সঙ্গতি / শহীদ কাদরী
(অমিয় চক্রবর্তী, শ্রদ্ধাস্পদেষু)বন্য শূকর খুঁজে পাবে প্রিয় কাদা
মাছরাঙা পাবে অন্বেষণের মাছ,
কালো রাতগুলো বৃষ্টিতে হবে শাদা
ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ
প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না...
একাকী পথিক ফিরে যাবে তার ঘরে
শূন্য হাঁড়ির গহ্বরে অবিরত
শাদা ভাত ঠিক উঠবেই ফুটে তারাপুঞ্জের মতো,
পুরোনো গানের বিস্মৃত-কথা ফিরবে তোমার স্বরে
প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না...
ব্যারাকে-ব্যারাকে থামবে কুচকাওয়াজ
ক্ষুধার্ত বাঘ পেয়ে যাবে নীলগাই,
গ্রামান্তরের বাতাস আনবে স্বাদু আওয়াজ
মেয়েলি গানের- তোমরা দু'জন একঘরে পাবে ঠাঁই
প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না...
(কাব্যগ্রন্থ : কোথাও কোন ক্রন্দন নেই)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন