বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

বিএনপিতে ‘এক নেতার এক পদ’

আমান উল্লাহ আমান ও আহমেদ আজম খান
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন আমান উল্লাহ আমান। দলের টাঙ্গাইল জেলা সভাপতির পদ থেকেও অব্যাহতি চেয়েছেন আহমেদ আজম খান।

বুধবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর পৃথক চিঠি দিয়ে আমান ও আজম পদত্যাগপত্র দিয়ে অব্যাহতি চেয়েছেন বলে জানা গেছে।

বিএনপির সূত্র মতে, ‘এক নেতার এক পদ’—দলের এ সিদ্ধান্ত কার্যকর করতে একাধিক পদধারী নেতাদের ওপর চাপ রয়েছে। এরই অংশ হিসেবে আমান উল্লাহ আমান ও আহমেদ আজম খান অব্যাহতি চেয়েছেন। সদ্য ঘোষিত কমিটিতে আমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও আহমেদ আজম ভাইস চেয়ারম্যান পদে আছেন।

আমান উল্লাহ আমান পদত্যাগের তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক নেতার এক পদের সিদ্ধান্তের ধারাবাহিকতায় ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছি।’
কমিটি ঘোষণার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলার সভাপতি পদ ছাড়েন। গত সপ্তাহে নোয়াখালী জেলার সভাপতির পদ ছাড়েন নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন