বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

হিজাব পরে বিমানে ওঠায় ‘নিরাপত্তা’র কারণ দেখিয়ে তিন বোনকে জেরা



পাশ্চাত্যের যে কোন দেশে আজকাল হিজাব পড়লেই বিপদ৷ প্লেনে উঠরেতো আরও বিপদ৷ যখন-তখন ‘নিরাপত্তা’র কারণ দেখিয়ে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হতে পারে৷ তেমনই অভিজ্ঞতার সাক্ষী ভারতীয় বংশোদ্ভূত তিন মুসলিম তরুণী৷ এরা তিন বোন সাকিনা ধারাস, মারিয়ম ধারাস ও আলি ধারাস ইংল্যান্ডের স্ট্যানস্টেড থেকে ফ্লাইটে চেপেছিলেন৷ গন্তব্য ইতালির নেপলস৷ তিন বোনের মধ্যে দু’জনের মাথায় আবার হিজাব ছিল৷ সেই হিজাব দেখেই  এক সহযাত্রীর আপত্তি৷ হিজাবধারীদের সঙ্গে আকাশে ওড়াটা সমীচীন হবে না বু্ঝে ডেকে পাঠান বিমানসেবিকাকে৷ জানান, ‘ওই তিনটি মেয়ে আইএস জঙ্গি হতে পারে৷ ওদের হাবভাব বেশ সন্দেহজনক৷’

বিমানসেবিকাও আর দেরি না করে তৎক্ষণাতৎ খবর দেন পাইলটকে৷

বিমানের ভিতের যে এতকিছু চলছে তা বিন্দুমাত্র আঁচ করতে পারেননি মারিয়মরা৷ তিন বোনই তখন গল্পে মশগুল৷ হঠাৎই পুলিশ উঠে আসে প্লেনে৷ তিন বোনকেই প্লেন থেকে নেমে পড়তে বলে৷ কেন নামতে হবে, পুলিশ সেই ব্যাখ্যা অবশ্য দেয়নি৷ কথা না বাড়িয়ে তিনজনেই নেমে আসেন প্লেন থেকে৷ প্রথমেই পুলিশ অফিসারের প্রশ্ন, ‘আপনারা ইংরেজি জানেন? বলতে, বুঝতে পারেন?’ --- ‘হ্যাঁ৷’ উত্তর সাকিনা ধারাসের৷ --- ‘আপনাদের দেখে এক সহযাত্রীর মনে হয়েছে, আপনারা ইসলামিক স্টেটের সমর্থক৷’ এর কী উত্তর দেবেন, প্রথমে বুঝে উঠতে পারেননি সাকিনারা৷ ‘আপনাদের মোবাইলে আরবি ভাষায় আল্লাহ লেখাছিল৷’ ফের বলে ওঠেন পুলিশ অফিসার৷ --- ‘যদি থাকে তাতে দোষের কী? আমরা ইসলাম ধর্মাবলম্বী৷ আল্লাহ লেখা থাকলে অন্যায় কোথায়? আল্লা লেখা থাকলেই কেউ আইএস জঙ্গি হয়ে যায়?’ এক নিঃশ্বাসে বলে যান সাকিনা৷ এরপর মুখ খোলেন আরেক বোন মারিয়ম, ‘তাছাড়া আমরা সবাই ভারতীয় বংশোদ্ভূত৷ কেউ আরবি জানিই না৷ যেই বলে থাকুক সে ভুল তথ্য দিয়েছে৷’এরপর ঘণ্টাখানেক ধরে তিন বোনকে জেরা করে চলেন অফিসাররা৷ পাসপোর্টে বিভিন্ন দেশের এন্ট্রি স্ট্যাম্প নিয়েও প্রশ্ন তোলেন৷ তাঁদের কোথায় বাড়ি, পড়াশোনা, বাবা -মা কী করেন --- খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনে নেয় পুলিশ৷ শেষমেশ অফিসাররা বুঝতে পারেন, তিন বোনই নিরীহ৷ তখন সাকিনাদের কাছে ক্ষমা চেয়ে নেয় পুলিশ৷ সেইসঙ্গে নিজেদের ‘অসহায়তা’-র কথাও জানান এক অফিসার৷ পাইলটকে জানিয়ে দেওয়া হয় তিন বোনকে নিয়ে চিন্তার কিছু নেই৷ পাইলট ফ্লাইট ওড়ান নেপলসের উদ্দেশ্যে৷

বিমান থেকে নেমে সোশ্যাল সাইটে ঘটনা পোস্ট করেন সাকিনা ধারাস৷ তবে পুলিশের ভূমিকা নিয়ে অবশ্য প্রশ্ন তোলেননি সাকিনা৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন