সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

পাকিস্তানকে কোণঠাসা করলেই যেন কেল্লা ফতে

ব্রিকস ও বিমস্টেক মঞ্চকে সন্ত্রাসের প্রশ্ন সামনে রেখে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করলেন কেন মোদী? কাশ্মীর নীতিতে কি এত দিনের দ্বি-পাক্ষিক আলোচনার বৃত্ত থেকে সরে আসার ইঙ্গিত? তবে কি ভারতের অবস্থানেই পরিবর্তন?

 

উদয়ন বন্দ্যোপাধ্যায়


গোয়ায় অনুষ্ঠিত দু’দিন ব্যাপী ব্রিকস-এর সম্মেলনের প্রথম দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি আশ্চর্যজনক মন্তব্য করেছেন৷ বলেছেন, ‘রাশিয়া আমাদের পুরনো বন্ধু৷'

দু’জন নতুন বন্ধুর তুলনায় একজন পুরনো বন্ধু অনেক বেশি গুরুত্বপূর্ণ৷’ কথাটা রাষ্ট্রনায়কসুলভ হলেও আশ্চর্যজনক এই জন্য যে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সাথে আমাদের সখ্য ছিল কার্যত নেহরুবাদী পররাষ্ট্রনীতির ফসল৷ ইন্দিরা গান্ধী সেই বন্ধুত্বকে প্রসারিত করেছিলেন৷ ১৯৭১ -এ বাংলাদেশকে কেন্দ্র করে ভারত -পাক যুদ্ধের সময়ে তৎকালীন ওই মহাশক্তিধর রাষ্ট্রের অদৃশ্য সমর্থন আমাদের সাথে ছিল৷ এবং ছিল বলেই চিন ধীরে কিন্ত্ত নিশ্চিত ভাবে পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে৷


সন্ত্রাসের প্রশ্নটিকে একমাত্রিক ভাবে কাশ্মীর সমস্যার সাথে অন্বিত করলে হয়তো সার্জিকাল স্ট্রাইকের মতো সাময়িক কিছু গৌরবের মুহূর্তকে তুলে ধরা যায়৷ কিন্তু মূল সমস্যার সমাধান হয় না৷ 

 

আজ ভারতের মাটিতে দাঁড়িয়ে এ কথা বলা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে যে পাকিস্তানও সন্ত্রাসের শিকার৷


এক সময়ে এ দেশের বামপন্থীরা ভারতের সোভিয়েত ঘেঁষা পররাষ্ট্রনীতির সোচ্চার সমর্থক ছিলেন৷ তাঁদের বলতে শুনেছি, ‘কেন্দ্রের আর্থিক নীতির বিরোধী হলেও , পররাষ্ট্রনীতিকে আমরা সমর্থন করি৷’ সেটা ছিল সোভিয়েতের প্রতি তাঁদের মতাদর্শগত ‘অনুরাগের ছোঁয়া৷ ’ কিন্ত্ত গণ্ডগোল হয়ে গেল নরসিংহ রাও-এর সময়কাল থেকে৷ বার্লিনের প্রাচীরের পতন , পূর্ব-ইউরোপে একের পর এক সমাজতান্ত্রিক শাসনব্যবস্থার অবলুন্তি, গর্বাচভীয় ‘গ্লাসনস্ত’, ‘পেরেস্ত্রৈকা’ এবং অবশেষে সোভিয়েত ইউনিয়নের পতন সামগ্রিক প্রেক্ষাপটটি রচনা করে দিয়েছিল৷ সোভিয়েত হারিয়ে যাওয়ার পর যে এক খণ্ড রাশিয়া পড়ে রইল তা সামরিক ভাবে শক্তিশালী হলেও সোভিয়েতের ছায়াও তার মধ্যে দেখা গেল না৷ অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত একটি যুদ্ধরাষ্ট্রে পরিণত হল রাশিয়া যার অন্যতম কারবার হচ্ছে অস্ত্র কেনাবেচা৷ ফলত, প্রকাণ্ড মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তুলতে মার্কিন প্রশাসনের বেশি দেরি হয়নি৷ আফগান মুজাহিদিনের অস্ত্র সরবরাহ এবং নৈতিক সমর্থন প্রদান, পরবর্তীকালে তালিবানদের নীরব প্রশ্রয়, গণবিধ্বংসী সমরাস্ত্র খোঁজার নামে ‘ইরাক অভিযান’, সব মিলিয়ে মার্কিন প্রশাসনের ‘যুদ্ধই শান্তি’ (war is peace) প্রকল্প প্রায় সফল হয়ে এসেছিল৷ কিন্তু প্রতিক্রিয়ার উৎসমুখ অত সহজে তো বন্ধ হতে পারে না৷ তাই আল কায়দা এবং ওসামা বিন লাদেন৷ তাই আইএস৷ তাই লাশের পর লাশ৷ অসহায় নিরীহ মানুষের মৃত্যু -মিছিল৷ ইউরোপ জুড়ে উদ্বাস্ত্তর ঢল৷ সাদ্দাম হুসেনের জেনেরালরাই নাকি এখন আইএস জঙ্গিদের পরিচালনা করেন !দুনিয়াতে যুদ্ধ বাস্তব৷ ‘নিত্য নিঠুর দ্বন্দ্ব’-কে এড়িয়ে বাঁচা যায় না৷ কিন্ত্ত শক্তিসাম্য নষ্ট হলে একমেরু বিশ্ব কতটা বাঁচার অযোগ্য হতে পারে তা একের পর এক সন্ত্রাসের ঘটনায় আমরা বুঝতে পারছি৷ মতাদর্শ তো কিছু বই আর লেখা লাইন নয়৷ একটা জীবনবোধ৷ একটা ‘বিশ্বপরিচয়’৷

তা ভ্রষ্ট হলে কী হয় আমরা দেখতে পাই যখন ওয়েব দম্পতি কিংবা এইচজি ওয়েলস প্রচারিত ফেবিয় সমাজবাদের (Fabian Socialism) ধারক ব্রিটিশ লেবার পার্টির প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইরাক যুদ্ধে মার্কিন প্রশাসনের হাত ধরার আগে রাষ্ট্রপুঞ্জকে সহাস্যে ‘talking shop’ বলে উড়িয়ে দেন৷ সভ্যতা আক্রান্ত, এখন আবার বিতর্কের কী আছে? ইদানীং শোনা যাচ্ছে ব্লেয়ার নাকি ভুল স্বীকার করছেন৷ হতে পারে সেটা জেরেমি করবিনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে৷ করবিনই সেই লেবার নেতা যিনি প্রথম দিন থেকে লেবার পার্টির মধ্যে এবং বাইরে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন৷

আন্তর্জাতিক প্রেক্ষাপট বিচার করলে এই রাশিয়াকে কখনওই পুরনো বন্ধু বলা চলে না৷ সিরিয়ার প্রশ্নে রাশিয়ার আগ্রাসী মনোভাব আবার পাকিস্তানে সামরিক মহড়া কিংবা ভারতের সাথে যুদ্ধ বিমান সংক্রান্ত চুক্তি ইত্যাদি আপাত পরস্পর বিরোধী কার্যকলাপের মধ্যে লুকিয়ে আছে ওই দেশের বেহাল অবস্থা৷ এখন রাশিয়া কোনও শক্তি সাম্য তৈরি করতে পারবে না৷ এই রাশিয়া ভারতের ‘নতুন ’ বন্ধু হতে পারে৷ তথাকথিত বাস্তববাদী পররাষ্ট্রনীতি তেমনই ইঙ্গিত দেয়৷ ইসলামাবাদে এ বছর সার্কের সম্মেলন হল না৷ ১৯৮৫ -তে ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলেও এই দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতার বিষয়টি ১৯৭৮ সালে ভেবেছিলেন বাংলাদেশের তত্কালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান৷ মূলত দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক আদানপ্রদান ও উন্নতি সাধনই এর লক্ষ্য ছিল৷ এরই ফলশ্রীতিতে ২০০৪ -এর ইসলামাবাদে অনুষ্ঠিত সার্কের শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত হয়েছে দক্ষিণ এশিয় মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি বা SAFTA৷ পারস্পরিক বাণিজ্যের ক্ষেত্রে পাকিস্তান ভারতের কাছ থেকে ‘মোস্ট ফেভারড নেশন’-এর তকমা পেয়েছে৷ কিন্ত্ত পাকিস্তানের নিজস্ব উত্পাদনের মাত্রা যথেষ্ট রফতানিযোগ্য না হয়ে ওঠাতে ওই সুবিধা বিশেষ কাজে লাগেনি৷ নির্জোট আন্দোলনের ক্ষেত্রে নেহরুর বিশেষ ভূমিকা এবং পঞ্চশীল নীতির প্রতি উন্নয়নশীল বিশ্বের একটি বড়ো অংশের ইতিবাচক মনোভাব আকর্ষণের বিষয়টি সম্পর্কে আমরা সম্যকভাবে ওয়াকিবহাল৷ আমরা এও দেখেছি যে সার্কের মঞ্চকে কাশ্মীর প্রশ্নে পাকিস্তান বারবার উত্তন্ত করার চেষ্টা করলেও ভারত কী ভাবে সেই প্রক্রিয়ায় জল ঢেলেছে৷ অর্থাত্ ভারতের কাশ্মীর নীতি নিয়ে যে প্রশ্নই থাক তা একান্তই ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনার স্তরে থেকেই মেটাতে হবে --- এই মূল নীতি থেকে ভারত কখনওই সরে আসেনি৷ সে ক্ষেত্রে রাজীব গান্ধী, নরসিংহ রাও, অটলবিহারী বাজপেয়ি বা মনমোহন সিং -এর রাষ্ট্রনায়কোচিত মনোভাবে কোনও পরিবর্তন ঘটেনি৷ আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রশ্নকে বার বারই এড়িয়ে গেছে নয়া দিল্লি৷ পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে মাথা গলায়নি৷

তবে এখন সন্ত্রাসের প্রশ্নকে সামনে রেখে ব্রিকস ও বিমস্টেকের মঞ্চকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করলেন কেন মোদী? বিশেষত উভয় ক্ষেত্রেই যখন পাকিস্তান সদস্য রাষ্ট্র নয়! তবে কি ভারতের মৌলিক অবস্থানেরই কোনও পরিবর্তন হচ্ছে? অর্থাত্ কাশ্মীর প্রশ্নকে কৌশলে ভারত-পাক দ্বি-পাক্ষিক ঘেরাটোপ থেকে ছাড়িয়ে এনে আন্তর্জাতিক সন্ত্রাসের সাথে একাত্ম করে দেওয়া৷ সে ক্ষেত্রে এক ঢিলে দুই পাখি৷ প্রথমত, পাকিস্তানকে একঘরে করা গেছে এটা দেখিয়ে জাতীয় রাজনীতিতে মোদী সামরিক জাতীয়তাবাদকে কয়েক কদম এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং দ্বিতীয়ত কাশ্মীর প্রশ্নে আন্তর্জাতিক অভিমত ভারতের দিকে টেনে আনতে সক্ষম হবেন৷ এটাই ইদানীং বাস্তববাদ আর দেশপ্রেমের রাজনীতি হয়ে উঠেছে৷

জাতীয় মিডিয়ার একটা অংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন যে কেন ব্রিকস সম্মেলনে চিন পাকিস্তানের বিরুদ্ধে যথেষ্ট কঠোর মনোভাব নিল না৷ তাঁদের মতামত এই যে সন্ত্রাস নির্মূল না হলে ব্রিকসভুক্ত রাষ্ট্রগুলির অর্থনৈতিক উন্নয়ন কখনওই সম্ভব হবে না এবং এই প্রশ্নে নরেন্দ্র মোদীর পাকিস্তান বিরোধী অবস্থান সঠিক৷ অর্থাত্ দেশজোড়া সামরিক জাতীয়তাবাদের প্রসারে এঁরা মোদীকে সাহায্যই করছেন৷ কিন্তু ভেবে দেখছেন না যে এই প্রশ্নটি ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনার পরিসরটিকে অধিকতর সঙ্কুচিত করে দিচ্ছে৷ এবং অবধারিত ভাবে পাকিস্তানকে বাধ্য করছে চিনের হাত ধরতে৷ সংবাদসূত্রে জানা গেছে যে পাকিস্তান সার্কের পরিবর্তে চিনের সাথে কৌশলগত কারণে বৃহত্তর মঞ্চ গড়তে চায়৷ তেমন কিছু হলে সেটা কখনও ভারতীয় স্বার্থের অনুকূল হবে না৷

তার চেয়েও বড়ো কথা সন্ত্রাসের প্রশ্নটিকে একমাত্রিক ভাবে কাশ্মীর সমস্যার সাথে অন্বিত করলে হয়তো সার্জিকাল স্ট্রাইকের মতো সাময়িক কিছু গৌরবের মুহূর্তকে তুলে ধরা যায়৷ কিন্ত্ত মূল সমস্যার সমাধান হয় না৷ আজ ভারতের মাটিতে দাঁড়িয়ে এ কথা বলা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে যে পাকিস্তানও সন্ত্রাসের শিকার৷ এ কথা চিনকে বলতে হচ্ছে কারণ আমরা সন্ত্রাসের প্রশ্নকে কেন্দ্র করে আন্তর্জাতিক জনমত গঠন করতে চাইছি এবং চিন পাকিস্তানের বিশেষ বন্ধু রাষ্ট্র৷ আমরা কাশ্মীরকে অবশ্যই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ভাবছি এবং এ বিষয়ে সম্ভবত কারুরই কোনও সমস্যা নেই কিন্ত্ত নিরাপত্তা রক্ষীদের সাথে সংঘাতে উপত্যকায় যে সব মানুষের মৃত্যু হচ্ছে তাঁদের বিচ্ছিন্ন ভাবে কাশ্মীরবাসীর মৃত্যু হিসেবেই দেখছি৷ ভারতবাসীর মৃত্যু বলছি না৷ বলছি না বা বলতে চাইছি না৷ আমরা কি মননে কাশ্মীর থেকে ‘বিচ্ছিন্ন’ নই ?সন্ত্রাসের মোকাবিলা জরুরি৷ কিন্ত্ত পাকিস্তানকে কোণঠাসা করে ফেলতে পারলেই কেল্লা ফতে এমনটা ভাবার কোনও অবকাশ নেই৷ অন্তত ইতিহাস তাই বলে৷ নরেন্দ্র মোদীর শুরুটা ছিল চমৎকার৷ দক্ষিণ-এশিয়ার সমস্ত রাষ্ট্রীয় প্রতিনিধির উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান এ দেশ দেখেনি এর আগে৷ হঠাৎ ছানা কেটে গেলে চলবে ?

উদয়ন বন্দ্যোপাধ্যায়স: বঙ্গবাসী কলেজে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক

এই সময়, কলকাতার দৈনিক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন