বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ড. শফিকুল ইসলামের প্রিন্স সুলতান পুরস্কার লাভ
ড. শফিকুল ইসলাম, টাফটস ইউনিভার্সিটি ও ড. রিতা কলওয়েল, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড |
প্রিন্স সুলতান পুরস্কার পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী। কলেরা রোগের পূর্বাভাস সংক্রান্ত গবেষণার জন্য প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের ড. রিতা কলওয়েল ও টাফটস ইউনিভার্সিটির ড. শফিকুল ইসলাম।
পানিবাহিত রোগ কলেরা নিয়ে গবেষণার জন্য প্রিন্স সুলতান বিন আব্দুলআজিজ আন্তর্জাতিক সৃজনশীল পুরস্কার (পিএসআইপিডব্লিউ) পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ড. শফিকুল ইসলাম ও তার দল।
ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের ড. রিতা কলওয়েল ও টাফটস ইউনিভার্সিটির ড. শফিকুল ইসলাম কলেরার রোগের পূর্বাভাস নিয়ে গবেষণা করেছেন। তারা এমন একটি মডেল তৈরি করেছেন যা স্যাটেলাইট থেকে পাওয়া ক্লোরোফিল তথ্যের ভিত্তিতে কাজ করে। এর মাধ্যমে তিন থেকে ছয় মাস আগেই কলেরার পূর্বাভাস দেয়া সম্ভব।
গত ৫ অক্টোবর সপ্তম বারের মতো প্রিন্স সুলতান বিন আব্দুলআজিজ আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করা হয়। পিএসআইপিডব্লিউ’র ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ২ নভেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
বাংলাদেশে কলেরা ছড়ানোর সম্ভাবনা বিচার করতে তারা বঙ্গোপসাগর অঞ্চলের স্যাটেলাইট থেকে পাওয়া ক্লোরোফিল সংক্রান্ত তথ্য নিয়ে গবেষণা করেন। তারা এখন ভূপৃষ্ঠ থেকে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে দেখছেন।
একটি ব্যক্তিগত ইমেইলে শফিকুল ইসলাম জানান, পুরস্কার পাওয়ায় সম্মানিত ও আনন্দ বোধ করছেন তিনি।
ডেইলী স্টার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন