বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

দিনদিন ট্রাম্পের ঘরশত্রু বিভীষণের সংখ্যা বাড়ছে!

নিউ ইয়র্ক টাইমস

রিপাবলিকান শিবিরে কি দিনদিন ঘরশত্রু বিভীষণের সংখ্যা বাড়ছে? ভোটের মুখে হিলারি নন, এই বিভীষণরাই কি ট্রাম্পের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? মার্কিন খবরের কাগজ ও নিউজ চ্যানেলের রিপোর্ট কিন্ত্ত সে রকমই৷ মিডিয়া বলছে ট্রাম্পকে নিয়ে রিপাবলিকান শিবির কার্যত দ্বিধাবিভক্ত৷ অথচ মাস পেরোলেই ভোট! রিপাবলিকানদের এই ছন্নছাড়া দশা বাড়তি অক্সিজেন জোগাচ্ছে ডেমোক্র্যাট শিবিরে৷ বিপক্ষের নড়বড়ে ডিফেন্সের সুযোগে বাড়তি গোলের স্বপ্ন দেখতে শুরু করেছে ডেমোক্র্যাটরা৷ যেমন জর্জিয়া আর অ্যারিজোনা --- বরাবরের রিপাবলিকান দুর্গ হিসেবেই পরিচিত৷ এ বার দুই জায়গাতেই রিপাবলিকানদের ঘরছাড়া করার ব্যাপারে আশাবাদী হিলারি শিবির৷ মুখে না-বললেও জর্জিয়া হাতছাড়া হওয়ার আশঙ্কা করছে রিপাবলিকানরাও৷ উল্টোদিকে ভার্জিনিয়া এবং কলোরাডোয় যেখানে ডেমোক্র্যাট শিবির জয়ের ব্যাপারে নিশিচিত, সেখানেও প্রচারে কোনও খামতি নেই৷ বরং জলের মতো ডলার খরচ হচ্ছে বিজ্ঞাপনের পিছনে৷

ডেমোক্র্যাট শিবিরে ঢুঁ মারলেই যেখানে যেখানে যুদ্ধ-যুদ্ধ ভাব, সেখানে রিপাবলিকানরা যেন রণে ভঙ্গ দিয়েছে৷ সেনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের অনেকের প্রচারেই সেই ধার যেন আর নেই৷ হিলারিকে কার্যত প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়েছেন অনেক রিপাবলিকান প্রার্থীই৷ তাই ভোট প্রচারে অনেককেই বলতে শোনা যাচ্ছে, হিলারির ওপর নজরদারি চালাতে তাঁদের সেনেটে পাঠানো দরকার৷

এ তো তা-ও ঠিক ছিল৷ কিন্ত্ত রিপাবলিকান শিবিরের হেভিওয়েট কয়েকজন যে ভাবে ট্রাম্পের পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন তা মোটেই স্বস্তির নয় মার্কিন ধনকুবেরর কাছে৷ যেমন অ্যারিজোনার সেনেটর জন ম্যাক্কেন৷ তিনি বলে দিয়েছেন ট্রাম্পের হয়ে প্রচার চালানো তাঁর পক্ষে আর সম্ভব নয়৷ স্পিকার অফ দ্য হাউস পল ডি রায়ানের বক্তব্য আরও মারাত্মক৷ রায়ানের স্পষ্ট কথা, ‘ট্রাম্প আলটপকা বলে বেড়াবে, আর লোকটার গুনগান করতে হবে! আর সম্ভব হচ্ছে না৷’এত কিছু চুপচাপ হজম করার বান্দা ডোনাল্ড ট্রাম্প নন৷ টুইটারে সতীর্থদের গাল পাড়তে শুরু করে দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী৷ রায়ানকে বলেছেন ‘অকর্মার ধাড়ি’ আর ম্যাক্কেন সম্পর্কে বলতে গিয়ে ট্রাম্পের জবাব, ‘লোকটা মুখ খুললেই বাজে বক’৷

ভোট বিশেষজ্ঞরা ট্রাম্পের এই মুখ-খোলায় হিতে বিপরীত হওয়ার আশঙ্কা করছেন৷ ‘অনেকে অনেক কিছুই বলতে পারেন, কিন্ত্ত প্রেসিডেন্ট পদপ্রার্থীকে আরও বেশি সংযত হতে হবে’, বলছেন বিশেষজ্ঞরা৷ কিন্ত্ত ট্রাম্পকে চুপ করায় কার সাধ্যি?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিজেদের মধ্যে এই আকচা-আকচির প্রভাব পডবে ভোট বাক্সে৷ যাঁরা ট্রাম্প ভক্ত তাঁরা সেনেটর নির্বাচনে ট্রাম্প বিরোধীদের ভোট দেবেন না৷ আবার ম্যাক্কেন বা রায়ানের মতো হেভিওয়েট যখন ট্রাম্পকে গালি পাড়েন সেই প্রভাবটাও হয় মারাত্মক৷ টুইটারে ঝড় তুলে সেই ঝগড়ার পালে আরও হাওয়া দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প৷ সম্প্রতি এনবিসি নিউজ এবং ওয়াল স্ট্রিট জার্নালের সমীক্ষা ট্রাম্পের হাড় হিম করে দেওয়ার পক্ষে যথেষ্ট৷ দুটি সমীক্ষাতেই ইঙ্গিত, গো -হারা হারতে চলেছেন ট্রাম্প৷ হিলারির চেয়ে প্রায় ৯ শতাংশ পিছিয়ে রয়েছেন৷ সমীক্ষা বলছে মেরেকেটে ৩৭ শতাংশ ভোট পেতে পারেন ট্রাম্প৷ সমীক্ষার রিপোর্ট যদি সত্যি হয়, তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে কোনও বড় দলের প্রার্থী এতো কম ভোট পাননি৷ মিডিয়ার রিপোর্ট, ট্রাম্পের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে প্রেসিডেন্সিয়াল ডিবেট৷ বিতর্কের মঞ্চে হিলারির কাছে মুখ পুড়িয়ে ট্রাম্পের গ্রহণযোগ্যতা না কি তলানিতে! তবে এ সবই সংবাদমাধ্যমের অপপ্রচার বলে ফুত্কারে উড়িয়ে দিচ্ছে ট্রাম্প শিবির৷ ঘটনা হল দলের মধ্যে ট্রাম্পকে নিয়ে অসন্তোষ থাকলেও , ট্রাম্প -ভক্তদের সংখ্যাটাও নেহাত ফেলনা নয়৷ আগমার্কা ট্রাম্প ভক্তদের সাফ কথা, ‘সরকারি পয়সায় মিডিয়াগুলো চলছে৷ ওদের কাজ হল পয়সা নিয়ে ট্রাম্পের নিন্দে করা৷ হিলারিকে প্রেসিডেন্টের পদে বসাতে ওরা জান লড়িয়ে দিচ্ছে’৷

ট্রাম্পকে নিয়ে বিতর্ক থাকলেও, তাঁর প্রচারে কিন্ত্ত উপচে পড়ছে ভিড়৷ সেটাকেই হাতিয়ার করছেন ডোনাল্ড ট্রাম্প৷ বলছেন, ‘আমাকে লোকে যদি এতই অপছন্দ করে, তবে প্রচারে এত ভিড় হচ্ছে কী করে’?

নভেম্বরে ফলপ্রকাশের পর মিডিয়ার ফানুস ফেটে যাবে বলে জোরালো দাবি ট্রাম্পের৷ সমীক্ষায় খুব একটা ভরসা নেই তাঁর৷ সবই সংবাদমাধ্যমের চক্রান্ত বলছেন তিনি৷ উদাহরণও দিয়েছেন ট্রাম্প৷ ‘সেদিন আমার প্রচার লাইভ দেখাচ্ছিল  সিএনএন৷ যেই আমি মিডিয়ার একচোখামি নিয়ে বলতে শুরু করেছি অমনি দেখানো বন্ধ করে দিল৷ আর কী বলব!’

ট্রাম্পের বক্তব্য লড়াই শুধু হিলারি নয় সংবাদমাধ্যমের সঙ্গেও৷ কিন্ত্ত মিডিয়ায় কি সবই ভুল বেরোচ্ছে? রায়ান বা ম্যাক্কেন তো কোনও সংবাদমাধ্যমের কর্মী নন, রিপাবলিকান নেতা৷ তাঁরাই তো ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে গাল পাড়ছেন? তা মেনে নিয়ে ট্রাম্প শিবিরের বক্তব্য , তিলকে তাল করে দেখাচ্ছে মিডিয়া৷ ‘ডেমোক্র্যাট শিবিরের সবাই কি হিলারিকে নিয়ে খুশি? কই সেই প্রশ্ন তো তুলছে না সংবাদমাধ্যম?’--- প্রশ্নটা তুলছে ট্রাম্প শিবির৷

তবে মিডিয়িাকে গাল পেড়ে ট্রাম্প সমস্ত বিতর্ক থেকে হাত ধুয়ে ফেলতে পারবেন কি না, তা নভেম্বরেই জানা যাবে৷ ততদিন চলবে এই ‘তু-তু ম্যায় -ম্যায়’৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন