সর্বদলীয় প্রতিনিধিদল ঘুরে আসার পরও শান্তি ফিরল না অশান্ত কাশ্মীরে
নিষিদ্ধ হয়েছে নামেই। কাশ্মীরে পেলেট গানের আঘাত দেখাচ্ছেন এক ব্যক্তি |
ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল অশান্ত কাশ্মীর ঘুরে আসার পরও সেখানে শান্তি ফিরল না৷ বরং আবার আগের মতোই বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর পেলেট গানের ব্যবহারে উত্তন্ত রইল ভূস্বর্গ৷ বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছেন আরও দু’জন। ফলে কাশ্মীরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩৷
এদিকে, কাশ্মীর সফর থেকে ফেরার পর এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ তিনি প্রধানমন্ত্রীকে সর্বদলীয় প্রতিনিধিদলের সফর এবং কাশ্মীরের অবস্থা নিয়ে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন৷ বুধবার ফের সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে৷ কাশ্মীরের ক্ষেত্রে সমস্যাটা হল, বিচ্ছিন্নতাবাদী নেতারা আলোচনায় বসতে রাজি নন৷ তাঁদের সঙ্গে কথা না বললে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না৷ মেহবুবা মুফতি সরকার এখনও চেষ্টা করে যাচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের আলোচনার টেবিলে বসাতে৷ রাজনাথ জানিয়ে দিয়েছেন, এটা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রয়াস৷ এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনও সম্পর্ক নেই৷
সর্বদলীয় প্রতিনিধিদল যখন কাশ্মীরে গিয়েছিল, তখনও সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিরা ব্যক্তিগতভাবে বিচ্ছিন্নতাবাদী নেতাদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন৷ কিন্তু তাঁদের সে প্রয়াসও সফল হয়নি৷ এতে বিব্রত রাজনাথ দায়টা বিচ্ছিন্নতাবাদী নেতাদের ওপরই চাপিয়ে দিয়েছেন৷ শুধু তাই নয়, কেন্দ্র মনে করছে কাশ্মীরে অশান্তির জন্য বিচ্ছিন্নতাবাদীরাই দায়ী৷ আর তাই, স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, বিচ্ছিন্নতাবাদীরা বিদেশ সফর, নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত যে সব সুযোগ-সুবিধা পান, তা সবই কাটছাঁট করার কথা ভাবা হচ্ছে৷
এদিকে বিচ্ছিন্নতাবাদীদের প্রতি ক্ষোভ গোপন রাখেননি মেহবুবাও৷ সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের দেখা না করাকে ‘কাশ্মীরিয়তের’ অপমান বলে উল্লেখ করেছেন মেহবুবা৷ তাঁর কথায়, ‘অতীতে কাশ্মীর সমস্যা মেটানোর অনেক সুযোগ আমরা হারিয়েছি৷ এখনও যদি আমরা সেই সুযোগ হারাই, তবে পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না৷’
মেহবুবা মনে করেন এখন কেন্দ্রে নরেন্দ্র মোদীর ‘শক্তিশালী’ সরকার রয়েছে, তাই কাশ্মীর সমস্যা সমাধানের একটা সুযোগ রয়েছে৷ সেই বার্তা বহন করেই কেন্দ্রের প্রতিনিধি দল নিঃশর্তে কথা বলতে এসেছিলেন৷ তা ফিরিয়ে দিয়ে বিচ্ছিন্নতাবাদীরা নিজেদের কাশ্মীরিয়তকে অপমান করেছেন৷ এ সবের পরও তাঁর সরকার যে শান্তি ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাবে, তাও স্পষ্ট করে দিয়েছেন মেহবুবা৷ তবে, কাশ্মীর পরিস্থিতি উন্নত হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷ বিক্ষোভকারীরা পুলিশকর্মীদের বাড়ি চড়াও হচ্ছেন৷ এতে জটিলতা বেড়েছে৷ শ্রীনগরে এ দিন কার্ফু না থাকলেও চারজন বা তার বেশি লোকের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা রয়েছে৷ তার মধ্যেই অনন্তনাগের সির হামদান এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নাসির আহমেদ মীর নামে এক যুবকের মৃত্যু হয়৷ সোমবার রাতে সোপোরে একইভাবে আহত হয়েছিলেন মুসেইব নাগো নামে এক যুবক৷ এ দিন হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর৷ বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বন্ধে কাশ্মীরের স্বাভাবিক জনজীবনও বিপর্যস্ত৷
এই অবস্থায় যে প্রশ্নটা সামনে এসেছে, কাশ্মীরের পরিস্থিতি কী ভাবে স্বাভাবিক হবে? এতদিন ধরে সরকারের আশা ছিল, নিরাপত্তা বাহিনী কিছুটা সংযত আচরণ করলে ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হয়ে যাবে৷ আর বেশিদিন এই ধরনের আন্দোলন চলতে পারে না৷ কিন্তু দেখা যাচ্ছে, কার্ফু প্রত্যাহার করেও উত্তেজনা কমেনি৷ সংঘর্ষ অব্যাহত৷ আন্দোলনকারীরা আলোচনায় বসতে উৎসাহী নন৷ এই অবস্থায় কি নতুন কোনও পন্থা নেবে ভারতের কেন্দ্রীয় সরকার?
মুসলিম মৌলবীদের একটি প্রতিনিধিদল এ দিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে৷ কাশ্মীর নিয়েই তাঁরা কথা বলেছেন৷ পরে মৌলবীদের প্রতিনিধি জানান, ‘আমরা নিশ্চিত স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবেন৷’ পরে রাজনাথ কাশ্মীর নিয়ে নিজের বাড়িতে একটা বৈঠক ডাকেন৷ সেখানে অরুণ জেটলি, বিজেপি সভাপতি অমিত শাহ এবং জম্মুর নেতা জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন৷ তাঁরাও অধরা সমাধানসূত্র নিয়ে আলোচনা করেন৷ সেখানেই স্থির হয়েছে, বুধবার সর্বদলীয় বৈঠকের পর সিদ্ধান্ত ঘোষণা হবে৷ এ দিন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনার পরও নতুন কোনও সমাধানসূত্র সামনে আসেনি৷ এই অবস্থায় বুধবার সর্বদলীয় বৈঠকে আলোচনায় কী হয় , তা তাত্পর্যপূর্ণ৷
কারণ, সরকার, বিরোধী সকলেই চাইছে, কাশ্মীরে যেন দ্রুত শান্তি ফিরে আসে৷ কিন্তু কোন পথে তা ফিরবে, সেই সূত্র অধরাই৷
এর মধ্যে আবার পুঞ্চে নিয়ন্ত্রণরেখায় এ দিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ এক সপ্হেতারও কম সময় এ নিয়ে দু’বার অস্ত্রবিরতি লঙ্ঘন হল৷ সোমবার মাঝ রাত থেকে ভারতীয় সেনাছাউনি লক্ষ করে গুলি চালাতে থাকে পাক সেনা৷ ভারতীয় সেনাও পাল্টা জবাব দেয়৷ তবে, হতাহতের কোনও খবর মেলেনি৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন