বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

হোয়াটসআপ ও ফেসবুককে টক্কর দিতে এলো গুগল-এর অ্যালো

হোয়াটসআপ এবং ফেসবুক মেসেঞ্জার-কে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে গুগল নিয়ে এল তাদের নিজেদের মেসেজিং অ্যাপঅ্যালো অ্যান্ড্রয়েড আইওএস প্ল্যাটফর্ম, দুটোতেই মিলছে৷ একই সঙ্গে প্রিভিউ সংস্করণেরগুগল অ্যাসিস্ট্যান্ট’-এরও আবির্ভাব ঘটাল অ্যালো৷ ব্যবহারকারীর যে কোনও মুশকিল আসান করবে গুগল অ্যাসিস্ট্যান্ট৷ দেবে সমস্ত রকম সাহায্য৷ শুধু লিখতে হবে কোন সাহায্য প্রয়োজন৷ গুগল গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার অমিত ফুলে বলেন, ‘আমরা প্রত্যেক দিন বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষার্থে মেসেজিং-এর উপর ভরসা করি৷ কিন্তু, অনেক সময়েই আমাদের মেসেজ চালাচালিতে বিঘ্ন ঘটে নানা কারণে৷ কখনও ফ্লাইট স্টেটাস চেক করতে, কখনও আবার নতুন রেস্তোরাঁ খুঁজতে৷ সেই কারণেই আমরা অ্যালো তৈরি করেছি৷ এই মেসেজিং অ্যাপে মেসেজ চালাচালিতে কোনও সময়েই বিঘ্ন ঘটবে না, কারণ যা কিছু আপনার দরকার তার জোগান একই সঙ্গে পাওয়া যাবে৷’ 

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ক্ষমতাসম্পন্ন অ্যালো- বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে স্মার্ট রিপ্লাই, ছবি, ইমোজি স্টিকার শেয়ার করার সুবিধা৷ ভারতীয় ব্যবহারকারীদের জন্য রয়েছেহিংলিশ’- স্মার্ট রিপ্লাই পাঠানোর সুযোগ৷ ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে অ্যাপটিকে জনপ্রিয় করতে নিরপেক্ষ শিল্পীদের তৈরি ২০০-টিরও বেশি স্টিকার মিলছে অ্যালো-তে৷ 

গত মে মাসে গুগলডুয়ো অ্যালো আনার কথা ঘোষণা করেছিল৷ অ্যালো-তে রয়েছে স্মার্ট রিপ্লাই ফিচার, যার সাহায্যে আঙুলের একবারের স্পর্শেই জবাবি মেসেজ পাঠানো সম্ভব৷ ব্যবহারকারীকে স্মার্ট রিপ্লাই অপশন ছবি পাঠানোর বিষয়েও পরামর্শ দেবে৷ গ্রাহকের ব্যবহার লক্ষ্য করে তা থেকে আপনাআপনি শিক্ষা নিয়ে অ্যালো নিজেকে মানিয়ে নেবে৷ গুগল অ্যালো- সমস্ত চ্যাট এনক্রিপটেড৷ আর ইনকোগনিটো মোডে মিলবে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা৷ 

এদিকে গত মাসেই আবির্ভাব ঘটেছে স্কাইপে-এর প্রতিদ্বন্দ্বী ডুয়ো-র৷ ভিডিও কলিং -এর বাজারে গুগ্ল ডুয়ো অ্যাপ নিয়ে অনুপ্রবেশ করল গুগ্ল৷ অ্যান্ড্রয়েড -এর পাশাপাশি এই অ্যাপ চলবে আইওএস প্ল্যাটফর্মেও৷ অর্থাৎ, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-এর স্মার্টফোন যাঁরা ব্যবহার করেন, তাঁরা তো বটেই, এই অ্যাপ ব্যবহার করে স্বচ্ছন্দে ভিডিও কলিং করতে পারবেন আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরাও, এমনই দাবি গুগ্ল কর্তৃপক্ষের৷ ভিডিও কলিং -কেজটিলতা মুক্তকরার লক্ষে গত মে মাসে তাদের ডেভেলপার কনফারেন্সে প্রথম ঘোষণা করে গুগ্ল কর্তৃপক্ষ৷ এক বিবৃতিতে ফুলের মন্তব্য, ‘কারও সঙ্গে একান্তে কথা বলার জন্য ভিডিও কলিং- পরবর্তী সেরা জিনিস হতে চলেছে৷ ভারতের মতো দেশে অ্যাপটি যাতে স্বচ্ছন্দে ব্যবহার করা যায় , তা সুনিশ্চিত করতে এটি এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে তা নেটওয়ার্কের সংযোগ ক্ষমতার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারে৷ আমাদের আশা এর ফলে ভিডিও কলিং বিষয়টি অনেক সহজ, স্বাচ্ছন্দ্যকর এবং আরও বেশি করে ব্যক্তিগত হয়ে উঠবে৷’ 

ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত ডুয়ো কল এন্ড -টু-এন্ড এনক্রিপটেড৷ অর্থাৎ, যে দুজনের মধ্যে ভিডিও কল হচ্ছে, তাঁরা ব্যতীত আর কেউই কোনও ভাবে জানতে পারবেন না, কী এবং কতক্ষণ কথা হল৷ এটা তৃতীয় পক্ষের পক্ষে জানা একমাত্র তখনই সম্ভব, যদি কারও হ্যান্ডসেটটি হাতছাড়া হয়৷ মাইক্রোসফট -এর স্কাইপে বা অ্যাপল্-এর ফেসটাইম বাজারে থাকলেও, মোবাইল ফোনে ভিডিও কলিং এখনও সেভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি৷ এর কারণ অবশ্য অনেক৷ তবে তার মধ্যে মূল কারণ, স্কাইপে- জন্য ব্যবহারকারীকে পৃথক অ্যাকাউন্ট খুলতে হয়৷ ছাড়া এই ভিডিও কলিং অ্যাপ্লিকেশনগুলির বেশিরভাগই সব ধরনের স্মার্টফোনে ব্যবহার করা যায় না৷ 

ব্যবহারকারীর মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলেও, প্রথমবার স্কাইপে ব্যবহার করতে হলে সেই অ্যাকাউন্ট নাম বা পাসওয়ার্ড স্কাইপে নেবে না৷ তাঁকে নতুন অ্যাকাউন্ট নাম নথিভুক্ত যেমন করতে হবে, তেমনই বেছে নিতে হবে নয়া পাসওয়ার্ড৷ যাঁদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা যদি সেই অ্যাকাউন্ট নামও বেছে নেন, সে ক্ষেত্রেও তাঁকে নথিভুক্তকরণের ঝক্কি পোয়াতে হবে৷ ডুয়ো- ক্ষেত্রে এসব সমস্যা নেই৷ গুগল-এর জিমেল, ইউটিউব এবং অন্য যে কোনও প্ল্যাটফর্মে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থাকলেই, তা মারফত্ যত খুশি ডুয়োতে ভিডি কলিং করা যাবে৷ খরচ হবে, ইন্টারনেট অথবা ওয়াই-ফাই ডেটা৷ সেই কারণেই এখনকার শুধু ভয়েস কলিং-এর বদলে আগামী দিনে ভিডিও কলিং- রেওয়াজ হবে বলে মনে করছে গুগল৷ যাঁর সঙ্গে কথা বলছেন বা যিনি আপনাকে ফোন করেছেন তাঁকে চাক্ষুস দেখা---এর আনন্দই আলাদা৷
 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন