মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

বিরিয়ানি ও ১০০ টাকার লোভে ৪২টি বাসে আগুন 


 ১২ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে আগুন লাগিয়েছিলে উন্মত্ত জনতা

১২ সেপ্টেম্বর কাবেরী নদীর জলবণ্টন ইস্যুতে হিংসায় উত্তাল হয়ে উঠেছিল ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে পার্শ্ববর্তী তামিল নাড়ুর নম্বর প্লেট লাগানো সমস্ত বাস থেকে ট্রাক, লরি, এমনকী স্কুটার, মোটরসাইকেল, প্রাইভেট কার— সবকিছুতেই আগুন লাগিয়েছিলে একদল উন্মত্ত জনতা।

হিংসায় উন্মত্ত বেঙ্গালুরুতে ওইদিন একটি ঘটনায় সি ভাগ্যা নামে বছর ২২-এর এক মহিলাকেও আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, বিরিয়ানি ও ১০০ টাকার লোভে অন্তত ৪২টি বাসে আগুন লাগিয়েছিলেন সি ভাগ্যা। বেঙ্গালুরুর কেপিএন এলাকায় বাসগুমটিতে যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, তাতে ডিজেলের ক্যান হাতে বাসে আগুন লাগাতে নাকি দেখা গিয়েছে ভাগ্যাকে। এমনকী, আরও বাসে আগুন লাগানোর জন্য ভাগ্যা তাঁর সঙ্গে থাকা সঙ্গীদের উস্কানি দিচ্ছিলেন বলেও অভিযোগ পুলিশের। সি ভাগ্যার মা ইয়েল্লাম্মার বয়ানেও প্রায় পুলিশের দাবির প্রতিধ্বনি পাওয়া গিয়েছে।

কেপিএন বাসগুমটির লাগায়ো এলাকা গিরিনগরে মা ও বাবার সঙ্গে থাকেন ভাগ্যা। দিনমজুরের কাজ করে তিনি। ভাগ্যার মা ইয়েল্লামা জানিয়েছেন, ঘটনার দিন দুপুরে কাজ থেকে বাড়িতে ফিরে এসেছিলেন ভাগ্যা। কিন্তু, কিছুক্ষণ পরেই তাঁদের পরিচিত একদল লোক বাড়িতে হাজির হয় এবং হিংসায় অংশ নেওয়ার জন্য ভাগ্যাকে বলতে থাকে। ‘কাবেরী জলবণ্টন’ ইস্যুর প্রেক্ষিতে হওয়া এই হিংসায় অংশ নিলে ভাগ্যাকে বিরিয়ানি খাওয়ানো হবে এবং ১০০টাকা দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরপরই ভাগ্যা ওই লোকেদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে জানিয়েছেন ইয়েল্লাম্মা।

পুলিশের দাবি, ১২ সেপ্টেম্বর গাড়ি জ্বালানোর কর্মসূচিতে ছিল ভাগ্যা। কিন্তু, সে হিংসায় উন্মত্ত জনতাকে নেতৃত্ব দিয়েছিল কি না তা এখনও স্পষ্ট নয়। বেঙ্গালুরুতে ওই দিনের হিংসায় এখনও পর্যন্ত মোট ৪০০জনকে ধরা হয়েছে। যার মধ্যে একমাত্র মহিলা ভাগ্যা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন