মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

লেবার পার্টির ভারতীয় বংশোদ্ভূত এমপি কিথ ভাজের পুরুষ যৌনকর্মীর সাথে যৌনক্রিয়া

ব্রিটিশ ট্যাবলয়েড সানডে মিররে এ অনুসন্ধানী প্রতিবেদন


ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এমপি কিথ ভাজ তার লন্ডনের ফ্ল্যাটে দুজন পুরুষ যৌনকর্মীকে ডেকে এনে যৌনক্রিয়া করেছেন।  রোববার ব্রিটিশ ট্যাবলয়েড সানডে মিররে এ অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। সে সময় লেস্টারের এই ভারতীয় বংশোদ্ভূত লেবার এমপি একজন যৌনকর্মীকে আসার সময় সাথে নিষিদ্ধ মাদক আনতে বলেন।



ট্যাবলয়েডে পূর্ব ইউরোপীয় ঐ দুই পুরুষ যৌন কর্মীর সাথে এমপি কিথ ভাজের ছবিও ছাপা হয়। সানডে মিরর তাদের ওয়েব সাইটে যৌন কর্মীদের সাথে মি ভাজের গোপনে রেকর্ড করা কথোপকথনও প্রকাশ করে দেয়।

এরপর থেকে প্রভাবশালী ৬০ বছর বয়সী এই এমপির ওপর চাপ বাড়ছিল।

তিনদিনের মাথায় মঙ্গলবার তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন। ২০০৭ সাল থেকে তিনি সংসদের ক্ষমতাধর এই কমিটির প্রধান হিসাবে কাজ করছিলেন।

দুই সন্তানের বাবা কিথ ভাজ ১৯৮৭ সাল থেকে লেস্টার ইস্ট আসন থেকে লেবার পার্টির টিকেটে নির্বাচিত হয়ে আসছেন। টনি ব্লেয়ারের সরকারের সময় তিনি ব্রিটেনের ইউরোপ বিষয়ক মন্ত্রী হয়েছিলেন।

তার দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিন বলেছেন, কিথ ভাজের ঘটনা সত্যি হলেও তা তার একান্তই ব্যক্তিগত বিষয়।
কিথ ভাজ এমপি

তবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে কিথ ভাজের ওপর চাপ বাড়ছে। দলের একজন এমপি বলেছেন, সংসদে এবং পুলিশের কাছে কিথ ভাজের ব্যাপারে তিনি অভিযোগ আনবেন।

কিথ ভাজের পরিবার ভারতের গোয়া থেকে এসে ব্রিটেনের নাগরিক হয়েছিলেন।

মি. ভাজ খুব একটা কথা বলছেন না। শুধু জানিয়েছেন, তাকে নিয়ে সানডে মিররের খবরটি তিনি তার আইনজীবীকে জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন